বিহারের মহিলারা যাত্রী সেজে গাঁজা পাচারে অব্যাহত রয়েছে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২০ ডিসেম্বর

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ  বিহারের মহিলারা যাত্রী সেজে গাঁজা পাচারে অব্যাহত রয়েছেন। এবার ত্রিপুরার গাঁজা ব্যবসায়ীরা বহিঃরাজ্যে গাঁজা পাচার ও বিক্রি করতে পারছে না তাতে অবশ্য চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন আসাম চুরাইবাড়ি ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস। 

মোটা অংকের বিনিময়ে ত্রিপুরা পুলিশকে ম্যানেজ করলেও আসাম পুলিশ অত্যন্ত তৎপর গাঁজা ধরপাকড় কাণ্ডে। গতকাল রাতে ত্রিপুরা থেকে গুয়াহাটি গামী একটি নৈশ বাসে অভিযান চালিয়ে ছয় যাত্রী সেজে বসা মহিলার ব্যাগ থেকে ছোট ছোট পয়ত্রিশটি প্যাকেটে মোট 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তেইশ কেজি নয়শো গাঁজা জব্দ করতে সক্ষম হয় পুলিশ। তবে গাঁজার পরিমাণ কম হলেও অভিনব কায়দায় বিহারের মহিলারা গাঁজা পাচার করছে। কিছুটা নিজেদের শরীরে কাপড়ের ভিতর জড়িয়ে আবার কিছুটা নিজেদের লাগেজে করে নিয়ে যাচ্ছিল। তবে ধৃত মহিলারা জানায় তারা গাঁজা 

কাণ্ডে কিছুই জানে না। তাদের পেছনে পাচারকারী মূল নায়ক রয়েছে। তারা শুধু অল্প টাকার বিনিময়ে এ কাজ করছেন। ধৃত ছয় মহিলার নাম গুড়িয়া দেবী(৪০), সনি দেবী(৩৫), সীতা দেবী (৪২), সুনিতা দেবী (৪৮),রবিতা দেবী(৩৫),এবং পিংকু দেবী(৩০)। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। পুলিশ ধৃত ছয় মহিলার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu