সবুজ ত্রিপুরা
১২ ডিসেম্বর
সোমবার
উদয়পুর প্রতিনিধিঃ মাটি বোঝাই ট্রাক গাড়ি ও যাত্রী বোঝায় মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই শিশুসহ মারুতি গাড়ির ড্রাইভার । ঘটনা রবিবার দুপুরে উদয়পুর পুলিশ লাইন জাতীয় সড়কে ।
ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুরে বাগমা থেকে উদয়পুরের দিকে আসার পথে পুলিশ লাইন জাতীয় সড়কে মাটির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে মারুতি গাড়ির । দুর্ঘটনার সাথে সাথেই মারুতি
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
গাড়ির সামনের দিকে একেবারেই দুমড়ে মুচড়ে যায় । মারুতি গাড়ির ভেতরে আটকে পড়ে দুই শিশু । পরবর্তী সময় দুর্ঘটনার খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে ।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাইন এলাকায় দুর্ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা । ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ এবং দমকল দপ্তরের কর্মীরা যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসা করানোর জন্য ।
0 মন্তব্যসমূহ