সবুজ ত্রিপুরা
২০ ডিসেম্বর
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বুধবার তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত প্রাইমারি রুরাল মার্কেটের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আর মুখ্যমন্ত্রীর তেলিয়ামুড়া সফর'কে কেন্দ্র করে ইতিমধ্যেই নাওয়া খাওয়া ভুলে প্রস্তুতে তঙ্গে। সেই সঙ্গে ভার্চুয়ালি উদ্বোধন করবেন আরো তিনটি প্রকল্পের। যথাক্রমে কৃষক জ্ঞানার্জন কেন্দ্র, উত্তর কৃষ্ণপুর এলাকার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তিত্বল বিশিষ্ট নতুন পাকা ভবনের এবং বিলাই হাম এলাকার নবনির্মিত সড়ক পথের। তাছাড়া এদিন এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়,
কৃষ্ণপুরের বিধায়ক অতুল দেববর্মা সহ খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা সহ অন্যান্যদের। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন প্রকার খামতি রাখতে নারাজ উদ্যোক্তরা। ফলে নাওয়া খাওয়া ভুলে চলছে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় চরম ব্যাস্ততা।
0 মন্তব্যসমূহ