সবুজ ত্রিপুরা
২৪ ডিসেম্বর
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত এক ব্যাক্তির খড়ের মাচা। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার ইচারবিল স্কুল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে। খবরে জানা যায়,, ইচারবিল এলাকার
বাসিন্দা দিলীপ পালের বাড়ির খড়ের মাচায় এলাকার লোকজন প্রত্যক্ষ করে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে। ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসীদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সহ পাড়া-প্রতিবেশী লোকজন জড়ো হয়। এবং ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী সহ এলাকাবাসীদের দীর্ঘ প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে আসে। এ প্রসঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের
এক কর্মী জানিয়েছেন,, বাড়ির মালিক দিলীপ পালের প্রায় ৮ কানি জমির বন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ হাজার টাকা। তবে খড়ের মাচার এক্কেবারে সঙ্গেই ছিল একটি উনুন। এই উনুন থেকেই আগুনের সূত্রপাত বলে করছেন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।
0 মন্তব্যসমূহ