সবুজ ত্রিপুরা
২৪ ডিসেম্বর
শনিবার
কদমতলা প্রতিনিধিঃ ভয়াবহ অগ্নিকান্ড থেকে প্রাথমিক ভাবে পরিত্রাণ পেতে এক সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হল পাথারকান্দিতে। আসাম রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা পরিষেবার অধীন পাথারকান্দি অগ্নি নির্বাপক কেন্দ্রের ব্যবস্থাপনায় শনিবার
হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত এই সচেতনতামূলক মহড়ায় স্থানীয় অগ্নি নির্বাপক কেন্দ্রের পক্ষে মুক্তাদিরহোসেন তাপাদারের উপস্থিতে প্রায় দু-শতাধিক পড়ুয়াদের হাতে কলমে এ ব্যাপারে প্রাথমিক ধারনা দেওয়া হয়।এতে গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে আগুন জ্বালিয়ে চোখের পলকে তা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এ বিষয়ে নানা কৌশল শিখিয়ে দেন উপস্থিত বিভাগীয় কর্তারা। পরে এনিয়ে পড়ুয়াদের সাথে মত বিনিময় করেন মুক্তাদিরহোসেন তাপাদার।তিনি বলেন,গ্যাস সিলিন্ডার থেকে সাধারণ ভাবে আগুন লাগলে ভয় পাওয়াটা স্বাভাবিক।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কিন্তু এতে ভয়কাতু হলে চলবে না।সমুহ ভয়কে দূরে সরিয়ে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনাটাই হচ্ছে সাহস এবং বুদ্ধিমানেরচ কাজ।এতে এদিন সরকারি এই বিভাগের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অচ্যুৎকুমার সানোয়াল খামসু শ্যাম পরাগ তালুকদার ও অঙ্কুর রাভা।পরে স্কুলের সহ অধ্যক্ষ দিলীপকুমার রায় পাথারকান্দি অগ্নি নির্বাপক কেন্দ্রের ব্যবস্থাপনায় এ ধরণের
সচেতনতা মূলক মহড়া আয়োজনের উদ্যেগকে স্বাগত জানিয়ে আগামীদিনে বিভাগীয় তরফ থেকে আরও উন্নতমানের একদিবসীয় এক প্রশিক্ষণ শিবিরের অনুরোধ জানান।উনার কথায় এমন মহড়া জনিত অনুষ্টান থেকে কিছুটা হলেও স্কুল পড়ুয়ারা প্রাথমিক জ্ঞান লাভে সক্ষম হয়ে নিজেদের পরিবারবর্গকে সচেতন করতে সক্ষম হবে।
0 মন্তব্যসমূহ