উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা এলাকায় দুই দুইটি স্থান থেকে মন্থবিদায় অনুষ্ঠান-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৩ ডিসেম্বর

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা এলাকায় দুই দুইটি স্থান থেকে আজ মন্থবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রথমটি দক্ষিণ পদ্মবিল ও রৌয়া সমন্বয় এলাকায় গর্জন টিলা মহাদেব 

বাড়ির  এবং দ্বিতীয়টি পূর্ব জ্বলাবাসা মাধবপুর শিববাড়ি থেকে,,  শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দুইদিন ব্যাপি হরিনাম সংকীর্তন সম্পন্ন করে আজ মন্থ বিদায় এর মাধ্যমে মহানাম যজ্ঞের সমাপ্তি হল । আজ অগণিত ভক্তবৃন্দের চোখের জল সাথে নিয়ে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিদায় নিয়েছেন  এই দুটি কীর্তন আঙ্গন থেকে এবং বিলিয়ে গেছেন ১৬ অক্ষর ৩২ নাম এর মাধ্যমে প্রেম প্রীতি ভালবাসা। 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এবারে পানিসাগর মহকুমার অন্তর্গত উক্ত দুটি স্থানে প্রথমবারের মতন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হলো। আয়োজকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং গোটা পানিসাগর মহকুমা এলাকার নাগরিকবৃন্দের সহযোগিতায় উক্ত দুইটি স্থানে 

শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞের আজ সমাপ্তি ঘোষণা করা হলো। দুটি এলাকারই  আয়োজকদের সাথে কথা বলে জানা যায় এবছর প্রথম বৎসরের সূচনাতেই সবার সহযোগিতা ওনারা পেয়েছেন এবং আগামীদিনেও শ্রীশ্রী হরিনাম সংকীর্তন কে আরো থেকে আরো বর্ধিতভাবে অনুষ্ঠিত করার আশা ব্যক্ত করে,  মহকুমা বাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu