সবুজ ত্রিপুরা
১৩ ডিসেম্বর
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকাটি কৃষি প্রধান এলাকা। এই শুকনো মৌসুমে শাক, সবজির ফলন ভালো হয় এই এলাকায়। কদমতলা সহ গোটা
আশাপাশের বাজার সহ পার্শ্ববর্তী রাজ্য আসামের বিভিন্ন বাজারে যায় এখানকার কৃষকদের উৎপাদিত ফসল। এবছর ইউরিয়া সার সময় মত না মেলার কারণে কৃষকরা সমস্যার সম্মুখীন হয়েছেন। পঞ্চায়েত থেকে জলের জন্য নালা করে দেওয়া হয়েছে তবে কৃষি দপ্তরের
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বাবুদের দেখা পাচ্ছেন না কৃষকরা। কৃষি দপ্তরের আধিকারিকদের কাছ থেকে পরামর্শ নিয়ে আরো ভালো রকমের চাষবাস তারা করতে পারতেন। কিছু কৃষক আবার ক্ষোভ উগরে দিয়েছেন ।
তবে প্রধানমন্ত্রীর দেওয়া কিষাণ সম্মান নিধি তারা পাচ্ছেন কিন্তু সার ও কীটনাশক বাজার থেকে তাদের ক্রয় করতে হয়। কৃষি প্রধান অঞ্চল গুলিতে প্রকৃত কৃষকদের কাছে অনেক সময় পৌঁছাচ্ছে না সরকারের দেওয়া সামগ্রী। কৃষকদের মুখে হাসি ফুটাতে হলে সরকারকে আরো বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে বলে অভিজ্ঞ মহল।
0 মন্তব্যসমূহ