১৫০ নং ব্যাটেলিয়ানের বিএসএফ ও পুলিশ এবং বনদপ্তরের প্রয়াসে গাঁজা বাগান ধ্বংস-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৩ ডিসেম্বর

মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধিঃ গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা অব্দি কলমচৌড়া থানার পুলিশ ও বিএসএফ এবং বনদপ্তর কর্মীরা কলমচৌড়া থানাধীন দক্ষিণ কলমচৌড়া গাঁজা অভিযানে নেমে 

একাধিক স্থানে হানা দিয়ে গাঁজা বাগান ধ্বংস করে।আজকে অভিযান অবৈধ গজিয়ে ওঠা গাঁজা বাগান কেটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়,এই অভিযানে নেতৃত্ব ছিলেন কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে,ও ১৫০ নং ব্যাটালিয়ান বিএসএফ কোম্পানি কমান্ডার অসুখ সোহান,সহ বিশাল বিএসএফ ও পুলিশ এবং বক্সনগর বনদপ্তর কর্মীরা।কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে জানিয়েছেন অভিযোগ ভাবে অবৈধ ভাবে গজিয়ে ওঠা  গাঁজা বাগান থানা লাগাতে রাখা যাবে না।যদিও গজিয়ে ওঠা গাঁজা গাছগুলি ফুল আসার ঠিক প্রাক মুহূর্তে পুলিশ অভিযান চালিয়ে ধ্বংস করে দিব।এখন প্রশ্ন হচ্ছে,সরকারি বনদপ্তরের জায়গাতে প্রাকৃতিক সম্পদ নষ্ট করে গাঁজা চাষীরা,যখন গাঁজা বাগান করার প্রক্রিয়া শুরু 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

করে তখন কেনই বা বনদপ্তরের কর্মীরা নীরব ছিল।তার মানে কি মোটা অংকের কমিশন পেয়ে চুপ করে ছিল,আর অন্য দিখে দেখা যাচ্ছে যে এক সাথে গাঁজা বাগান থাকা সাথে ও পুলিশ কিছু কিছু গাঁজা বাগান গুলি চিহিনিত করে কেটে দে,আর যাদের সাথে সুসম্পর্ক 

আছে তাঁদে গাঁজা বাগান রেখে যায় পুলিশ,এই নিয়ে সংশ্লিষ্ট এলাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে পুলিশ যাদের কাছ থেকে মোটা অংকের কমিশন পায় তাদের বাগান গুলি রেখে যাচ্ছে আর যারা টাকা দিতে পারছে না তাদের বাগান কেটে ধ্বংস করে দেওয়া হচ্ছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu