সবুজ ত্রিপুরা
২০ ডিসেম্বর
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে সরসপুর সবুজ কেন্দ্রের পরিচালনায় ভিলেজ লেভেল ক্লাস্টার প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয় ভিনানজাপ্পা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ও বাইশ চেয়ারম্যান বিদ্যাভুষন দাস। খেলো ত্রিপুরা এবং ফিট ত্রিপুরার অঙ্গ হিসাবে এক দিবসীয়
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট পাঁচটি ইভেন ছিল। ফুটবল,ভলিবল, দড়ি টানাটানি, দীর্ঘ লম্পন এবং দৌড় এই প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটা বিভাগেই মেয়েরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে। সর্বশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের
মধ্যে দিয়ে এক দিবসীয় এই ভিলেজ লেভেল ক্লাসটার প্রতিযোগিতা সমস্ত হয়। এদিকে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব , বাইশ চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস ছাড়াও নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রাম অফিসার শর্মিষ্ঠা ভট্টাচার্য এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় নিরঞ্জন নাথ প্রমূখরা।
0 মন্তব্যসমূহ