সবুজ ত্রিপুরা
২৬ ডিসেম্বর
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগরে সিপিআই(এম) দলের তরফে মিছিল ও পথসভা সংগঠিত করা হয়। রবিবার বিকেলে বিধানসভা কেন্দ্রের কলসীমুড়া এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে বক্সনগর
চৌমুহনী এলাকা হয়ে বক্সনগর বাজার পরিক্রমা করে বক্সনগর দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় অফিসের সামনে পথসভা সংগঠিত করা হয় এবং সেই পথসভায় বক্তব্যে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
রাখেন দলের সোনামুড়া বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য অহিদুর রহমান, দলের যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুন দেব, দলের রাজ্য কমিটির সদস্য সামসুল হক এবং এলাকার বিধায়ক সহিদ চৌধুরী।
এইদিনে আলোচনা রাখতে গিয়ে নেতৃত্বরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন বিরোধী কাজের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন। তবে এই দিনের এই দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে দলের সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বিশেষ লক্ষ্যনীয়।
0 মন্তব্যসমূহ