সবুজ ত্রিপুরা
১৯ নভেম্বর
শনিবার
বক্সনগর প্রতিনিধিঃ সারা দেশে কংগ্রেসের যে ভারত জোরো কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে আজ বক্সনগরে এক পদ যাএা আনুষ্ঠিত হয়।এদিনের এই কর্মসূচি সকাল সাত ঘটিকার সময়
মানিক্যনগর রুখীয়া চৌমুহনী থেকে শুরু করে ভেলুয়ারচর পুটিয়া রহিমপুর বক্সনগর হয়ে দক্ষিণ কলমচৌড়ায় এসে সমাপ্ত হয়।এই ভারত জোরো পদযাএায় উপস্হিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তদা রাজ্য কার্যকরী কমিটির সভাপতি বিল্লাল মিয়া,বক্সনগর ব্লক কংগ্রেস সভাপতি মোশতাক আহাম্মদ.জেলা কংগ্রেস সভাপতি আবুল খায়ের রিপন, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রোশন আলী, যুব কংগ্রেস সভাপতি ফারুক মিয়া, রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি সিরাজুল ইসলাম,প্রাক্তন জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি দ্বীন ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এদিন রোশন আলী বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকাররের গরীব বিরোধী এবং জন বিরোধী নীতির বিশ্লেষন করে দেশের এবং রাজ্যের মানুষের দূর্বিসহ জীবনের বর্নণা দেন।একদিকে দেশের সরকার শুধুমাত্র ভরত সরকার নামেই রয়েছে কিন্তু বর্তমানে সমগ্র দেশে একটি বে-সরকারি সরকার দেশটাকে পুজি পতিদের হাতে হস্তান্তর করে দিচ্ছে।আর রাজ্যে একটা সৈরতান্ত্রিক হিটলারী শাসন ব্যবস্থা চলছে,আর মানুষ এই অপ শাসন থেকে মুক্তি চাইছে।সমগ্র রাজ্যে কাজ নেই মানুষের জীবন অর্থের অভাবে দূর্বিসহ যন্ত্রণার মধ্যে অতিবাহিত হচ্ছে আর শাসকগোষ্ঠী সু-সাশনের নামে যে অপশাসন কায়েম
করছে তাথেকে মানুষ পরিএাণ চাইছে তাই আগামী নির্বাচনে এই সরকারকে উৎখাত করতে কংগ্রেসের হাতকে মজবুত করতে সমাজের সকল অংশের মানুষের যোগদান এবং সহযোগিতা কামনা করছেন।এই পদ যাএায় উপস্থিত কর্মীদের দেখে জনমনে যে একটা প্রভাব পরিলক্ষিত হয় তা আর বলার অবকাশ রাখেনি।
0 মন্তব্যসমূহ