সবুজ ত্রিপুরা
১৯ নভেম্বর
শনিবার
বিশালগড় প্রতিনিধিঃ শনিবার সকাল ৯ ঘটিকা থেকে ১৯ চরিলাম কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে সারা রাজ্যব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চরিলাম কংগ্রেস ভবনের সামনে থেকে ভারত জড়ো
ত্রিপুরা বাঁচাও কর্মসূচি সূচনা হয়। প্রথমে কংগ্রেস ভবনের এর সামনে কংগ্রেসের পতাকা উত্তোলন করেন প্রাক্তন চড়িলাম ব্লক কংগ্রেস সভাপতি সন্তোষ দত্ত। ইন্দিনা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, কংগ্রেস নেতৃত্ব পীযূষ দাস, দুলাল ঘোষ, সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। কংগ্রেস কার্যলের সামনে সংবাদ মাধ্যমকে জানান ৫১ পরিবারের ২১৩ ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। দলত্যাগীদের বরণ করে নেন নেতৃত্বরা।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
চড়িলাম কংগ্রেস ভবনের সামনে থেকে ভারত জড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচি কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে কর্মীরা শুরু করেন উওর চরিলাম উত্তর মোরা হয়ে আড়ালিয়া ঘুরে বনকুমারি দিয়ে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা সংবাদ মাধ্যমের
কাছে বলেন আজ সারা রাজ্যে ভারত জড়ো আন্দোলন কর্মসূচির সূচনা হয়। সারা রাজ্যের সাথে চরিলাম কংগ্রেস ভবনের সামনে থেকে পাঁচটি বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে এই ভারত জড়ো যাত্রা সূচনা হয় চড়িলামে। আট দিন বেপি চলবে আগামী ২৬ শে নভেম্বর ভারত জড়ো ত্রিপুরা বাঁচাও কর্মসূচি আন্দোলন শেষ হবে।
0 মন্তব্যসমূহ