রক্ষক ই ভক্ষকের ভূমিকায় বলে পানিসাগরের ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে তোপ দেখালেন রিটায়ার্ড আর্মি উত্তম দাস-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৮  অক্টোবর

শনিবার

ধর্মনগর প্রতিনিধিঃ রাজ্যে আইনের শাসন নিয়ে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সরকারকে । সরকারের পক্ষ থেকে ঘরে ঘরে সুশাসন কর্মসূচি রূপায়ণ করার চেষ্টা চালালেও বাস্তবে কিছু সংখ্যক সরকারি কর্মকর্তার ব্যবহারের কারণে আইনের 

শাসন বারে বারে লঙ্ঘিত হচ্ছে । পানিসাগর মহকুমার বাজারে রিটায়ার্ড আর্মি উত্তম দাস ক্ষোভের সাথে পানিসাগর মহকুমার ডিসি অনিরুদ্ধ দাসের অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরলেন সাংবাদিকদের সামনে । তিনি সাংবাদিকদের মাধ্যমে আইনমন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে প্রকৃত বিচার চেয়ে আবেদন করেছেন । উত্তম দাস জানিয়েছেন পানিসাগর বাজারে আর্মি স্টোরস নামে তার একটি গ্রসারি দোকান রয়েছে। প্লাস্টিক বিরোধী কর্মসূচি নিয়ে অন্যান্য জায়গার মতো পানিসাগর মহকুমায় কিছু অভিযান সংঘটিত হয়। এই অভিযানের নেতৃত্ব ছিলেন পানিসাগর মহকুমার ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাস। গত ২২শে আগস্ট ২০২২ তারিখে উত্তম দাসের দোকানে প্লাস্টিক বিরোধী অভিযানের নামে অনিরুদ্ধ দাস অভিযান চালান ।কোন ধরনের প্লাস্টিক না পেয়ে অবশেষে অ্যালুমিনিয়াম ফয়েলের কন্টেইনার তুলে নিয়ে চলে যান । উত্তম দাস তার বিরোধিতা করলে কোন কর্ণপাত না করে উল্টা হুমকি দিয়ে যান । এমন অবস্থায় উত্তম 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

দাস তার ন্যায্য জিনিস পাওয়ার আবেদন জানিয়ে পানিসাগরের মহকুমা শাসকের কাছে আবেদন জানায় । উল্লেখ্য উত্তম দাসের মোবাইল ভেঙে দেন এবং তার কর্মচারীকে হেনস্থা করা হয় । তবে উত্তমবাবুর কাছে সিসিটিভি ক্যামেরার সব ফুটেজ রয়েছে । আবেদন জানানোর পর ২রা সেপ্টেম্বর ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ বাবু পুলিশ এবং টিএসআর নিয়ে এসে উত্তম বাবুকে হুমকি দেন এবং তার জায়গার কাগজ ও দোকানের কাগজপত্র দেখাতে বলেন । উত্তমবাবু তৎক্ষণাৎ কাগজপত্র না দেখালে উত্তম বাবুকে কারাগারে ঢুকিয়ে নেওয়ার হুমকি দেন। পুনরায় উত্তমবাবু বিচারের আশায় পানিসাগর মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান । মহকুমা ম্যাজিস্ট্রেট কোন ধরনের তৎপর না দেখিয়ে উল্টা এসডিএম অফিস থেকে সাত দিনের মধ্যে উত্তম বাবুর জায়গা এবং দোকানের কাগজপত্র নিয়ে হাজির হওয়ার নোটিশ জারি করেন। উত্তম বাবুকে অনিরুদ্ধ বাবু এই বলে হুমকি দেন যে ড্রাগসের ব্যবসা করছেন বলে তাকে ফাঁসিয়ে কারাগারে ঢুকিয়ে দেবেন । এই কথা জানান ক্যামেরার সামনে রিটায়ার্ড আর্মি উত্তম দাস উত্তম দাস । আরো জানান তার প্রতি পাকিস্তানি গাদ্দারদের মতো আচরণ করা হচ্ছে। 

তিনি কোথায় ও কোন বিচার না পেয়ে সংবাদমাধ্যমের মুখাপেক্ষী হয়েছেন,যাতে মানুষ তার প্রকৃত বিচার করে। যেভাবে ভারতবর্ষে একজন রিটায়ার্ড আর্মির প্রতি সরকারি কর্মচারীরা বৈমাত্রিক মূলক আচরণ করছে তাতে মর্মাহত উত্তম দাস । তিনি মানুষের দোয়ারে প্রকৃত বিচারের জন্য মুখাপেক্ষী হয়েছেন রাজ্যের বর্তমান সরকারের কাছে ও সংবাদ মাধ্যমের মাধ্যমে,প্রকৃত বিচারের আবেদন জানিয়েছেন এবং অনিরুদ্ধ দাসের মতো ডেপুটি কালেক্টরদের প্রকৃত শাস্তি দাবি করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu