সবুজ ত্রিপুরা
১৭ অক্টোবর
সোমবার
ধর্মনগর প্রতিনিধিঃ রাজ্যের দ্বিতীয় বাণিজ্যিক শহর ধর্মনগরে আজ থেকে পথ চলা শুরু করলো আরেকটি শপিং মল বাজার কলকাতা । ধর্মনগর কালীবাড়ি রোড স্থিত পুরাতন আমন্ত্রণ বিবাহ
ভবন কমপ্লেক্সে শনিবার দুপুর ১২ নাগাদ এই শপিং মলটির শুভ উদ্ভোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশবন্ধু সেন,সাথে উপস্থিত ছিলেন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার সহ সংশ্লিষ্ট শপিং মলের কর্মকর্তারা । উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বললেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত থাকার ফলে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিশ্চিন্তে নির্ভাবনায় এসে ব্যবসা খুলতে পারছেন রাজ্যের বিভিন্ন শহরে । যা বিগত সরকারের আমলে ছিল অকল্পনীয ।
পাশাপাশি তিনি জানান এই বাজার কলকাতা নামক শপিং মলটি খোলার ফলে স্থানীয় শহরের ৫০ জন ছেলে-মেয়ের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই প্রতিষ্ঠানে । পরিশেষে তিনি এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধি কামনা করেন ।
0 মন্তব্যসমূহ