লেপটপ সহ বাংলাদেশী যুবক আটক আশাবাড়ী বি এস এফের হাতে ধৃত এক-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৭  অক্টোবর

সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগর আশাবাড়ী সীমান্ত বর্তী গ্রামগুলোতে সচরাচর রমরমা  পাঁচার বানিজ‍্যের করিডোর।  সীমান্ত এলাকায়  অতনদ্র প্রহড়ীর দ্ধায়িত্তে ও কর্তব্যবোধ পালনে রয়েছে  

১৫০ নম্বর সীমা সুরক্ষা বল যাকে আমরা বি এস এফ বলে জানি। আশাবাড়ী,রহিমপুর,পুটিয়া তাঁর কাটা বেড়ার ওপারে রয়েছে কিছু ভারতীয় সাধারণ আম জনতা,আবার এপারে কিছু  লোকের জমি ও ঘরবাড়ি ওপারে বর্তমান। তাই ওপারের বাংলাদেশী পাচার কারীরা সর্ব প্রথম নিরাপদ  আশ্রয় হিসেবে সীমান্তে বসবাসরত তাদের  সঙ্গে  দফারফা এবং আত্মীয় বানিয়ে এপার ওপারের  সমস্থ অবৈধ ব‍্যবসা চালাচ্ছে। পাচার কারীদের যখন বি জে ডি প্রেসার কিক করে,তখনই তার কাটা বেড়া কেটে অথবা পাট্রা লাগিয়ে এপারে চলে আসে।আশাবাড়ী  ২০৬৮ পিলার সংলগ্ন এলাকায় তার কাটা বেড়া পেড়িয়ে  অবৈধভাবে লেপটপ নিয়ে  ভারতীয় সীমানা চলে।আসার সময় এক যুবক কে গ্রেপ্তার  করে।আশাবাড়ী বি এস এফ কেম্পের জোওয়ানরা।ধৃত  বাংলাদেশী যুবকের নাম মোহাম্মদ জুয়েল বয়স ২১ তার পিতার নাম আব্দুল রসিদ গ্রাম নয়নপুর শশীদল,থানা কসবা,জিলা ব্রাম্মন বাড়ীয়া বাংলাদেশ।  মোহাম্মদ জুয়েল 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কে আশাবাড়ী বি এস এফ জোওয়ান সকাল নয় ঘটিকার সময় আটক করে কেম্পে নিয়ে  আসে এবং জোড় জিঞ্জাসাবাদ  করেন। সে বি এস এফ জোওয়ানের নিকট শিকার করে ঘরে তার মা অসুস্থ চিকিৎসা করার জন‍্য অবৈধ কাজে লিপ্ত হয়েছেন।  আজ দুপুরের পর মোহাম্মদ জুয়েল কে এবং লেপটপ সহ কলমচৌড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কলমচৌড়া থানা 

বাবুরা তাকে জেরা করে।এখন কলমচৌড়া থানার  লকআপে।আগামী কাল জুয়েল কে সোনামুড়া কোর্টে সোপার্দ করা হবে।পুলিশ অবৈধ  অনুপ্রবেশ এবং  পাচার কারী হিসেবে একটি  মামলা দায়ের  করেছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu