সবুজ ত্রিপুরা
শুক্রবার
বিশালগড় প্রতিনিধিঃ ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করলেন হিমানী দেববর্মা। আজ সকাল ১১ টা নাগাদ আগরতলা গোর্খা বস্তির স্থিত ত্রিপুরার শিশু সুরক্ষা কমিশন অফিস কার্যালয়ে কমিশনের চেয়ারপারসনের
দায়িত্ব গ্রহণ করলেন হিমানী দেববর্মা। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেছিলেন নীলিমা ঘোষ। নীলিমা ঘোষ রাজ্যের শিশুর সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করার পর নিষ্ঠা এবং সততার সাথে সর্বত্র সব সময় শিশুদের সুরক্ষার স্বার্থে কাজ করে গেছেন। যদি ও ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একটি শিশু সুরক্ষা কমিশন রয়েছে বলে কারোই এমন কোন ধারণা ছিল না কিন্তু নীলিমা ঘোষ শিশু কমিশনার চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করার পর শিশুদের সুরক্ষার স্বার্থে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে শিশুদের যে কোন ধরনের আপদে-বিপদে পাশে দাঁড়িয়ে ছিলেন। সরকারি নিয়ম অনুসারে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের পদে ৬৪ বছর থাকা যায় না যার ফলে নীলিমা ঘোষের ৬৪ বছর বয়স হয়ে যাওয়ায় শিশু সুরক্ষা কমিশন থেকে অবসর নিয়েছেন। শিশু সুরক্ষা কমিশনের অফিসে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলিমা ঘোষ কে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এবং কমিশনের
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
নবনিযুক্ত চেয়ারপার্সন হিমানী দেববর্মা কে স্বাগত জানানো হয়েছে। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কমিশনের সমস্ত সদস্য সহ অফিসের অন্যান্য কর্মীরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিদায় জানিয়েছেন নীলিমা ঘোষ কে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদায় চেয়ারপারসন নীলিমা ঘোষ জানিয়েছেন তিনি আশাবাদী তিনি এতদিন যেভাবে চেয়ারপার্সেন এর দায়িত্ব থেকে শিশুদের সুরক্ষার স্বার্থে দিনরাত কাজ করে গেছেন ঠিক একই ভাবে নব নিযুক্ত চেয়ারপারসন হিমানী দেববর্মাও ঠিক একই ভাবে শিশুদের
স্বার্থে কাজ করবেন। অন্যদিকে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে শিশু কমিশনের নবনিযুক্ত চেয়ারপারসন হিমানী দেববর্মা জানিয়েছেন বিদায় চেয়ারপারসন নীলিমা ঘোষ যেভাবে শিশুদের স্বার্থে কাজ করেছেন উনার সেই সততা ও নিষ্ঠার পথ অনুসরণ করেই শিশুদের স্বার্থে কাজ করে যাবেন।
0 মন্তব্যসমূহ