শিক্ষক বদলি সহ স্কুলের নির্ধারিত সময় সুচি পরিবর্তনের দাবিতে স্কুলের ছাত্র ছা্ত্রিরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৯ সেপ্টেম্বর

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ দ্বাদশমান বিদ্যালয়ে শিক্ষক বদলি সহ স্কুলের নির্ধারিত সময় সুচি পরিবর্তনের দাবিতে স্কুলের ছাত্র ছা্ত্রিরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে।

ছাত্র ছা্ত্রিদের সাথে কথা বলে জানা যায় যে,বর্তমান বিলথৈ স্কুলটি এমনিতেই শিক্ষক সল্পতায় ভুগছে,তার উপর একজন মাএ কেমিস্ট্রির শিক্ষক কে অন্যএ বদলি করা হয়েছে।পাশাপাশি স্কুটিতে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেকের পঠন পাঠন শুরু হয় সকল আট ঘটিকা থেকে দুপুর একটা এিশ মিনিট পর্যন্ত।এতে করে গ্রামীন এলাকায় কচিকাঁচা ছাত্র ছা্ত্রিরা স্কুলে আসলেও সঠিক সময়ে খাবারের জন্য দুর্ভোগের স্বীকার হচ্ছে।স্কুলে মিড ডে মিলের ব্যাবস্থা থাকলেও তা থেকে বঞ্চিত নবম হইতে দ্বাদশ শ্রেণিতে পাঠরতা ছাএ ছাএিরা।তা ছাড়াও স্কুলে মিড ডে মিলের খাবার খাওয়ানো হয় সকাল এগারোটার পর।এতে করে সাত সকালে খালি পেঠে স্কুলে এসে অধিকাংশ ছাত্রির গ্যাস এবং এসিডিটির স্বীকার হচ্ছেন।মাঝে মধ্যে দুরদূরান্ত থেকে আসা ছাত্র ছা্ত্রিরা স্কুলে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এসে অসুস্থ হয়ে নিকটস্থ হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।এই ধরনের সঙ্কটময় পরিস্থিতিতে ছাত্র ছা্ত্রিরা বিক্ষুব্ধ হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে।প্রায় আধঘন্টা জাতীয় সড়ক অবরোধের ফলে দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে।রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ।পুলিশ এসে ব্যার্থ হয়ে খবর পাটানোয় ছুটে আসে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে মহাশয়।তিনি এসে ছাত্র ছা্ত্রি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন।পরিশেষে স্কুল 

কতৃপক্ষ,এস,এম,সি,চেয়ারম্যান বিদ্যুৎ গোষ্মামী মহুদয় সহ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ সহ ছাত্র আন্দোলনের বিষয়ে আইনি প্রক্রিয়া জনিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পুর্বক পুনরায় এই ধরনের অপ্রতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটার আহবান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu