সবুজ ত্রিপুরা
৫ আগস্ট
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ টাকা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নৃশংসভাবে দায়ের কোপে রক্তাক্ত এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইমধু বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে। আহত যুবকের নাম কাসিম মিয়া(৩০)।
এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন তুইমধু বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে টাকা লেনদেন সংক্রান্ত কোন বিষয়কে কেন্দ্র করে তুইমধু বাজার এলাকার জনৈক যুবক কাসিম মিয়া(৩০) -র বাড়িতে ঢুকে তাকে একই এলাকার বাসিন্দা ইউসুফ মিয়া ও তার পিতা জাকির মিয়া মিলে নৃশংসভাবে দা দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং দায়ের কোপে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় কাসিম মিয়াকে উদ্ধার করে নিয়ে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এলাকার লোকজন। কাসিম মিয়ার শরীরের বিভিন্ন অংশ দাঁয়ের কোপে ক্ষতবিক্ষত হয়ে যায়। তার অবস্থা আশঙ্কা জনক হওয়াতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর কাসিম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় রাজধানী আগরতলার জি.বি.পি হাসপাতালে। অন্যদিকে, পুত্র ইউসুফ মিয়া তার পিতা জাকির মিয়াকে আহত অবস্থায় নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং ইউসুফ মিয়া তার পিতা জাকির মিয়াকে মারধর করার অভিযোগ আনেন কাসিম মিয়ার বিরুদ্ধে। পরবর্তী তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জাকির মিয়াকেও রাজধানী আগরতলার জি.বি.পি হাসপাতালে পাঠিয়ে দেয় উন্নত চিকিৎসার
জন্য এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য।বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে গোটা তুইমধু বাজার সহ -এর আশপাশ এলাকাগুলিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ কর্তৃক তুইমধু বাজার এলাকায় গোটা রাত্রিব্যাপী করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
0 মন্তব্যসমূহ