জন্মগত প্রতিবন্ধী হয়েও জীবন জীবিকা নির্বাহে অটুট দুই সহুদয় পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে পরিবারটিকে কিছুটা সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

২ আগস্ট

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ জন্মগত প্রতিবন্ধী হয়েও জীবন জীবিকা নির্বাহে অটুট দুই সহুদয়।জীবনে প্রতিবন্ধকতা কে হার মানিয়ে জীবন জীবিকা নির্বাহে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো উওর জেলার 

পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার প্রতিবন্ধী দুই ভাই কার্তীক সুএধর ও নিবাস সুএধর।এরা প্রতিবন্ধী হয়েও ঘরে বসে মোবাইল,টি,ভি, সহ নানান ধরনের বৈদ্যুতিক সাজ সরন্জান মেরামত করে পরিবার গোজরানে মায়ের সাথে পরিবারের ভরন পোষনের দায়িত্ব কাঁদে তোলে নয়।সংবাদে প্রকাশ পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার চার নং ওয়ার্ডের বাসবাসকারি হতদরিদ্র পরিবারটির একমাএ উপার্জনশীল দুই প্রতিবন্ধী সহুদয় জন্মগত প্রতিবন্ধী হয়েও নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পরনির্ভরশীল না হয়ে নিজেরাই পরিবারের ভরনপোষণ যোগিয়ে যাচ্ছে।জানা যায় যে,বিগত প্রায় সাত মাস পূর্বে উওর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশদা এলাকা থেকে পরিবারটি পানিসাগরে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়।কিন্ত বাদ সাধে এখানেই,পানিসাগরে স্থানান্তরিত হওয়ার পর থেকে পরিবারটি জীবন জীবিকা নির্বাহের জন্য পড়ে যায় গভীর বিপাকে।মা ঊষা সুএধরের 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিধবা ভাতা,দুই সহুদয়ের বিকলাঙ্গ ভাতার উপর নির্ভর করে পরিবারটির ভরনপোষণ যোগাতে হিমসীম খেতে হচ্ছে।ছোট বোন সুস্মিতা প্রায় দশ বৎসর বয়সের হলেও স্কুলের স্বাদ পায়নি এখনো।এমতাবস্থায় পরিবারটি পড়ে যায় গভীর বিপাকে।বাধ্য হয়ে পরিবারটি পানিসাগর স্থিত দিব্যাঙ্গ জন সেলের স্বরনাপন্ন হয়ে জীবন জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তার আর্জি জানান।বিষয়টি নজরে আসে উওর জেলার দিব্যাঙ্গ জন সেলের প্রেসিডেন্ট গৌরব দাস তালুকদারের।তিনি বিষয়টি অবগত করেন পানিসাগর নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের।পানিসাগর নগর পঞ্চায়েতও বিষয়টিকে গুরুত্ব দিয়ে ছুটে যায় ঐ বাড়িতে।পরিবারটির সাথে আলোচনা ক্রমে পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে পরিবারটিকে কিছুটা সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের মাননীয়া চেয়ারম্যান অনুরাধা দাস,ভাইস চেয়ারম্যান ধনন্জয় দেব নাথ,চার নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দেব নাথ,উওর জেলার দিব্যাঙ্গ জন সেলের প্রেসিডেন্ট গৌরব দাস তালুকদার,কাউন্সিলর নারায়ন নাথ সহ নগর পঞ্চায়েতের অন্যান্য আধিকারিক বৃন্ধ সহ স্থানীয় এলাকার জনগন।অসহায় পরিবারটিকে পানিসাগর নগর পঞ্চায়েতের 

পক্ষ থেকে দশ হাজার টাকার সহায়তা সমেত কিছু পরিমান ডেউটিন প্রদান করা হয়।পানিসাগর নগর পঞ্চায়েতের সহনশীল দৃষ্টভঙ্গীকে স্বাধুবাদ জানিয়েছে গোটা মহকুমার জনগন।পাশাপাশি নগর পন্চায়েতের পক্ষথেকে প্রতিবন্ধী যুবক দ্বয়ের ঐকান্তিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সকল অংশের জনগনের শুভ চেতনা মনস্ক দৃষ্টি আকর্ষণ করার আহবান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu