সবুজ ত্রিপুরা
৫ আগস্ট
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ আসামের পাথারকান্দির মৈনা এলাকায় সংঘটিত ভয়াবহ এক পথ দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন সাত যাত্রী।
তারা বর্তমানে সবাই চিকিৎসাধীন।একটি যাত্রীবাহী বাসের পিছনে দ্রুতগামি একটি ডাম্পারের অর্তকিত ধাক্কায় বাসের সাত যাত্রী আহত হন বলে জানা গেছে।তার মধ্যে দুজনের অবস্থা সঙ্কটজনক।আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করেছেন।দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বৃহষ্পতিবার দুপুরে।AS24-C 6025 নাম্বারের
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বাসটি যাত্রী নিয়ে ত্রিপুরা থেকে শিলচর অভিমুখে যাচ্ছিল।গাড়িটি মৈনা এলাকায় পৌছে আট নং জাতিয় সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী নামাতে গেলে ঘটে বিপত্তি।তখন পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা TR 01A T 1661 নাম্বারের ডাম্পার গাড়ি বাসটির
পেছনে ধাক্কা দিলে বাসটি দুর্ঘটনাগ্রস্থ হয়।ঘটনার পর পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে গাড়ী দুটিকে নিজেদের জিম্মায় নিয়েছে।তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত এ কান্ডে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
0 মন্তব্যসমূহ