সবুজ ত্রিপুরা
২২ জুলাই
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া থানা এলাকার পৃথক পৃথক দুই জায়গা থেকে দুই মোবাইল চুর আটক। বর্তমানে তাদের ঠিকানা হলো তেলিয়ামুড়া থানায়। জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশন এলাকার বাদল
দাসের দোকান থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায় এক যুবক। পরবর্তীতে দোকানের মালিক সন্দেহ মূলকভাবে এলাকার কার্তিক জমাতিয়া নামের এক যুবক'কে আটক করে হাত-পা বেঁধে উত্তম মধ্যম দেয় এবং পরবর্তীতে ওই যুবক স্বীকার করে যে সে মোবাইলটি চুরি করে অন্যত্র বিক্রি করে দিয়েছে। কিন্তু সম্পূর্ণ ঘটনাটিতে তেলিয়ামুড়া রেল পুলিশের ভূমিকা ছিল শূন্য। পরবর্তীতে তেলিয়ামুড়া থানা পুলিশের তৎপরতায় দ্রুত কার্তিক জমাতিয়া নামের ওই মোবাইল চোরকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তবে বলাই বাহুল্য ওই এলাকার একাংশ যুব সমাজ সর্বনাশা ড্রাগসের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে। ফলে ড্রাগসের টাকা জোগাড় করতে গিয়ে একাংশ যুব সমাজ চুরির সঙ্গে যুক্ত হচ্ছে। অপরদিকে, একই দিনে তেলিয়ামুড়া হাট বারের দিনে তেলিয়ামুড়া সব্জি বাজার এলাকা থেকে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বহিঃ রাজ্যের এক যুবককে মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলে বাজারের লোকজন। জানা যায়, তেলিয়ামুড়ার জনৈক এক ব্যাক্তি তেলিয়ামুড়া বাজারে সব্জি কেনার জন্য আসলে, ওই ব্যাক্তির বুক পকেট থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বহিরাজের ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে বাজারে লোকজন এবং ঐ যুবককে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, বহিঃ রাজ্যের ওই যুবকের নাম রাধে কুমার মাহাতো।তবে বলা চলে তেলিয়ামুড়া থানা এলাকায় দিন দিন চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে অনেকটাই উদাসীন তেলিয়ামুড়া পুলিশ প্রশাসন।
0 মন্তব্যসমূহ