উত্তর জেলার অবস্থান সম্পর্কে জানান দিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১২ জুলাই

মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধিঃ শুক্রবার বিকেলে উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুনাভ চক্রবর্তী নিজ কক্ষে সাংবাদিকদের সাথে এক বৈঠকে মিলিত হন ।

এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে মা ও শিশু সুরক্ষা,প্রতি মাকে গর্ভবতী হওয়ার নয় মাস আগে থেকে সরকারি খেয়ালের মধ্যে নিয়ে আসা এবং কেন্দ্রীয় সরকার নির্দেশ অনুযায়ী সঠিক সময়ে সঠিক খাদ্যদ্রব্য এবং ওষুধপত্রের ব্যবস্থা করা । তাছাড়া উত্তর জেলায় যেভাবে ড্রাগস ব্যবহারের মাধ্যমে এইডস নামক মরণব্যাধি বিস্তার লাভ করছে তা থেকে কিভাবে সচেতনতার মাধ্যমে বিশেষ করে যুব সমাজকে রক্ষা করা যায় এবং কোভিড 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ভ্যাকসিনে বুস্টার ডোজ  নিয়ে সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । কেন্দ্রীয় সরকার উপরোক্ত বিষয়গুলি নিয়ে যেভাবে গুরুত্ব আরোপ করে সমাধানে এগিয়ে এসেছেন রাজ্যের প্রতিটি জেলাকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নেওয়ার যে নির্দেশ জারি করা হয়েছে তা কিভাবে চলছে তা নিয়ে আলোচনা রাখেন। ডক্টর অরুণাভ চক্রবর্তী । উল্লেখ্য তৃতীয় ডোজের ক্ষেত্রে উত্তর জেলা বেস পিছিয়ে রয়েছে। ১২ থেকে ১৪ বছর পর্যন্ত প্রথম ডোজের ক্ষেত্রে ৯২% সফলতা আসলেও দ্বীতিয় ডোজে তা ৬১% । ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত প্রথম ডোজ এ ৭৬ শতাংশ সফলতা আসলেও দ্বিতীয় ডোজে,  

তার মাত্র ৭৬ শতাংশ সফলতা এসেছে । ১৮ বছরের ঊর্ধ্বে ১০৪ পয়েন্ট ৯২ শতাংশ সফলতা প্রথম ডোজে আসলেও দ্বিতীয় ডজে ৮৯.০৭ শতাংশ । কিন্তু প্রিকিউশন ডোজে এখন পর্যন্ত উত্তর জেলার অবস্থা খুব একটা সুবিধা জনক নয় । তাই সচেতনতা এবং সংবাদমাধ্যমের উপর তিনি গুরুত্ব দিতে চেয়েছেন ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu