সবুজ ত্রিপুরা
৫ জুলাই
মঙ্গলবার
ধর্মনগর প্রতিনিধিঃ সোমবার থেকে ধর্মনগর বটরশিতে পথ চলা শুরু করলো সেবা ডায়াগনোস্টিক সেন্টার ।
রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের হাত ধরেই এই নব চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় । উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ নাগ,বিশিষ্ট চিকিৎসক রহমান,মেডিকেল অফিসার ডঃ রাহুল পুরকায়স্থ সহ অন্যান্যরা ।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এই প্রতিষ্ঠানের পরিসেবার বিষয় নিয়ে এক কর্মকর্তা জানান মূলত এই চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সপ্তাহে প্রতি ১ দিন করে রোগী দেখা হবে । থাকবেন রাজ্য ও বহিরাজের স্বনামধন্য বিশিষ্ট চিকিৎসকেরা । পাশাপাশি থাকবে মল,মূত্র,রক্ত ইত্যাদি সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা । অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বক্তব্য রাখতে গিয়ে জানান
ধর্মনগর শহর থেকে ২-৩ কিলোমিটার দূরবর্তী স্থানে এই চিকিৎসা কেন্দ্রটি খোলা হয়েছে যার ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ অনেকটাই উপকৃত হবে । পাশাপাশি এই প্রতিষ্ঠানের নামাকরনের বিষয় নিয়েও ভূয়শী প্রশংসা করেন উপাধ্যক্ষ ।
0 মন্তব্যসমূহ