সবুজ ত্রিপুরা
৬ জুলাই
বুধবার
বিশালগড় প্রতিনিধিঃ দা দিয়ে কুপিয়ে বোনকে খুন করে ভাই, বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে মঙ্গলবার রাতে গ্রেপ্তার অভিযুক্ত খুনি ভাই, সংবাদে প্রকাশ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লাঠিয়াছড়া
এডিসি ভিলেজের কিরিটি ঠাকুরপাড়া এলাকায় সুবল দেববর্মা একই এলাকার ধর্মের বোন ৬০ বছর বয়সি পদ্মমালা দেববর্মাকে ৪ই জুলাই সোমবার রাতে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে আচমকাই দা দিয়ে কুপিয়ে সুবল দেববর্মা পদ্মমালা দেববর্মাকে মাটিতে রক্তাক্ত করে ফেলে দেয়, পরবর্তী সময়ে পদ্মমালা দেববর্মার পরিবারের লোক ঘটনাস্থলে ছুটে আসে দেখতে পান পদ্মমালা দেববর্মা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থল থেকে সোমবার রাতেই পালিয়ে যায় সুবল দেববর্মা, অন্যদিকে পদ্মমালা দেববর্মাকে রক্তাক্ত অবস্থায়
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পদ্মমালা দেববর্মার। অন্যদিকে বিশ্রামগঞ্জ থানার সুবল দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ মামলা হাতে নিয়ে মঙ্গলবার অর্থাৎ পাঁচই জুলাই রাতে অভিযুক্ত খুনি সুবল দেববর্মা কে গ্রেফতার করেন পাশাপাশি যে দা দিয়ে সুবল দেববর্মা পদ্মমালা দেববর্মা কে খুন করেছেন সেই দা টি উদ্ধার করে নিয়ে আসেন থানায়। সংবাদমাধ্যমে বিস্তারিত জানান পদ্মমালা দেববর্মার পরিবারের লোকজন। এই নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে উক্ত ঘটনা থেকে সমাজে ভাইয়ের প্রতি বোনের যে বিশ্বাস সম্মান ছিল তা নষ্ট হয়ে পড়ে কেননা সমাজে যদি
বোন নিরাপদ ও বিশ্বাসের বিশেষ জায়গা বলে মনে করেন সে জায়গাটা হলো ভাইকে পাশে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর সে জায়গায় ভাই যদি বোনকে দা দিয়ে কুপিয়ে খুন করে তাহলে সমাজে নারী জাতি কাকে বিশ্বাস করবে। সেটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে. কে দেবে সে প্রশ্নের উত্তর ।
0 মন্তব্যসমূহ