সবুজ ত্রিপুরা
১৮ জুন
শানিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ শুক্রবার সকাল থেকে লাগাতার মুষলধারে অবিরাম বর্ষণে ফলে জলমগ্ন তেলিয়ামুড়া পৌর পরিষদের ১২নং ওয়ার্ড এলাকা।
আর পৌরবাসীদের খোঁজখবর নিতে শুক্রবার বিকেলে তেলিয়ামুড়া পৌর এলাকার ৩,৫,৬,৮ এবং ১২ নং ওয়ার্ড পরিদর্শনে বের হয় পৌরপিতা রূপক সরকার। জানা যায়,, শুক্রবার সকাল থেকেই অবিরাম মুষলধারা বর্ষণের ফলে জলমগ্ন তেলিয়ামুড়া
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
পৌর এলাকার ১২ নং ওয়ার্ড এলাকার জনগণ। এই ওয়ার্ড এলাকার জনগণের খোঁজখবর নিতে এবং পৌর এলাকার ৩,৫,৬ এবং ৮ নং ওয়ার্ডের জনগণের খোঁজখবর নেন এদিন পৌর পিতা।এদিন পরিদর্শনকালে পৌর পিতার সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া
পৌর পরিষদের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিমল রক্ষিত সহ সমাজসেবী রঞ্জিত সূত্রধর। এদিনের পরিদর্শনকালে পৌর পিতা রূপক সরকার বলেন,,, বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে এদিনের এই পরিদর্শন।
0 মন্তব্যসমূহ