সবুজ ত্রিপুরা
১১ জুন
শানিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বনোমহোৎসব এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তেলিয়ামুড়া বনদপ্তর।
আর এরই অঙ্গ হিসেবে শনিবার সকালে এক স্বচ্ছ ভারত অভিযানে শামিল হয় তেলিয়ামুড়া বনদপ্তর সহ সামাজিক সংস্থা, কচিকাঁচা পড়ুয়া থেকে শুরু করে ত্রিপুরা স্টেট রাইফেলস্ বাহিনীর ১২ নং ব্যাটেলিয়ানের কর্মীরা। এদিন সকালে বনদপ্তরের উদ্যোগে এবং বিভিন্ন বিদ্যালয়ের এনএসএস ইউনিটের কচিকাঁচা পড়ুয়া সহ তেলিয়ামুড়া নবচিন্তন ওয়েলফেয়ার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সোসাইটি, টিএসআর ১২ নং ব্যাটেলিয়ান সহ বনদপ্তরের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান ব্যাবসায়ী বৃন্দের যৌথ প্রচেষ্টায় তেলিয়ামুড়া বাজার এলাকার আশপাশে জায়গা সহ বিশেষ করে তেলিয়ামুড়া অম্পি সড়কের বেশ খানিক জায়গা সাফাই অভিযানে নামতে দেখা যায় শনিবার সকালে এদিনের এই সাফাই অভিযানে মহাকুমা বণ আধিকারিক সাবির কান্তি দাস, রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ সহ বনদপ্তরের কর্মীদের এদিন সাফাই অভিযানে লক্ষ্য করা যায়।
মূলত এই মাস বনোমহোৎসব এবং বিশ্ব পরিবেশ দিবসের মাস,আর সেই কারণেই একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তেলিয়ামুড়া বনদপ্তর। এ প্রসঙ্গে মহকুমা বণ আধিকারিক সাবীর কান্তি দাস জানিয়েছেন,, এ ধরনের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে।
0 মন্তব্যসমূহ