নেশা মুক্তি কেন্দ্র গিয়ে আর ফেরা হলোনা বাপন এর-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৪ জুন

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ নেশা মুক্তি কেন্দ্রে গিয়ে রহস্যজনক মৃত্যু বয়স পচিসের এক যুবকের।ঘটনা টি ঘটে পাশ্ববর্তী রাজ্য আসামের কাছার জেলার 

শিলচর স্হিত দিশা ফাউন্ডেশন নামের নেশা মুক্তি কেন্দ্রে।প্রাপ্ত সংবাদে জানা যায় যে,উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জ্বলাবাসা এক নং ওয়ার্ডের প্রাথমিক হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত দ্রুব দাসের পুএ বাপন দাস কে নেশামুক্ত করার লক্ষে শিলচর কালীবাড়ি রোড স্হিত দিশা ফাউন্ডেশন নামক নেশা মুক্তি কেন্দ্রে দেওয়া হয় বিগত প্রায় দুই মাস পুর্বে।এরই মধ্যে গতকাল সন্ধ্যা সাত ঘটিকায় জ্বলাবাসা স্হিত বাড়িতে ফোন মারফৎ খবর আসে যে,বাপন নাকি পরে গিয়ে আহত হয়েছে।পরবর্তী পনেরো মিনিট পর 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


পুনরায় খবর আসে যে,সে নাকি মারা গিয়েছে।বাপনের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেয় পারিবারের লোক জন।শিলচরে গিয়ে সদর থানার স্মরনাপন্ন হয় বাপনের পরিবার পরিজন।তবে রাএি অনেকটা হওয়াতে রাএিতে কোন কিছু করা সম্ভব হয় নি।তাই বাধ্য হয়ে রবিবার সকালে সদর থানার পুলিশের সহায়তায় দিশা ফাউন্ডেশনে গিয়ে বাপনের মৃত দেহ দেখে সন্দেহ ঘনীভুত হতে থাকে।তাই দিশা ফাউন্ডেশনের বিরুদ্ধে সদর থানায় লিখিত মামলা রুজু করে পরিবারের পক্ষথেকে।পরবর্তীতে শিলচর স্হিত ঘুঙ্গুর  মেডিকেল কলেজে মৃত বাপনের ময়না তদন্ত সম্পন্ন করে নিয়ে আসাহয় জ্বলাবাসা স্হিত নিজ বাড়িতে।বাপনের এই রহস্য মৃত্যুতে সন্দেহ থেকেই যাচ্ছে।আজ থেকে মাএ দুই মাস পুর্বে নেশা মুক্তি কেন্দ্রে পাঠিয়ে নিরাপওা জনিত পরিস্হিতির স্কীকার হয়ে রহস্যজনক ভাবে মৃত্যুতে দিশা ফাউন্ডেশনের নিরাপওা জনিত পরিস্হিতি নিয়ে প্রশ্ন চিহ্ন দাড়িয়েছে।যানা গেছে এই নেশা মুক্তি কেন্দ্রে নাকি বিগত কিছু দিন যাবৎ আরও কয়কটি রহস্য মৃত্যুর খবর 

পাওয়া গেছে।তাই এর বিরুদ্ধে বাপনের পরিবার থেকে রহস্য মৃত্যুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।এখন দেখার শিলচর স্হিত সদর থানা কি পদক্ষেপ গ্রহন করেন।বাপনের এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা জ্বলাবাসা সহ আশপাশ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu