নেশাগ্রস্ত যুবকের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ জুন

মঙ্গলবার

কদমতলা  প্রতিনিধিঃ  নেশাগ্রস্ত যুবকের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী। প্রতি রাতেই মদমত্ত অবস্থায় স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠলো সুমন মালাকার 

নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কদমতলা থানাধীন প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে।মাতাল যুবক সুমন মালাকারের স্ত্রী কনিকা মালাকার জানান প্রতি রাতেই নেশাগ্রস্ত অবস্থায় পেশায় টুকটুক চালক সুমন মালাকার বাড়িতে এসে কারণে-অকারণে স্ত্রীকে বেধড়ক মারপিট করতো। কিন্তু দিনের পর দিন এভাবে মুখ বুঝে সহ্য করতে করতে গতকাল 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অর্থাৎ সোমবার রাতে মারধর চরম আকার ধারণ করে। নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে প্রথমে তাকে চরম মারধর তারপর গামছা দিয়ে হাত পা বেঁধে ফাঁসিতে ঝুলাতে চাইলে স্ত্রী কনিকা মালাকার চিৎকার চেঁচামেচি করতেই আশপাশের লোকজনরা জড়ো হওয়ায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। খবর দেওয়া হয় কদমতলা থানায়।

পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে নেশাগ্রস্ত যুবক সুমনকে পাকড়াও করে। স্ত্রীর বক্তব্য অনুসারে সে তার স্বামীর কঠোর আইনী সাজা চেয়েছে। এদিকে সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত জারি রেখেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu