শিশুর যৌন নিপীড়নের কাহিনী উঠে আসলো ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশার ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দিরের মহারাজের বিরুদ্ধে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১০ জুন

শুক্রবার

ধর্মনগর প্রতিনিধিঃ বাবা রাম রহিম,আশারাম বাবা সহ বিভিন্ন ঢঙি বাবাদের কাহিনী সারাদেশে কলঙ্কের সাথে পরিবেশিত হয়েছে । 

পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যৌন নির্যাতনের অপরাধে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে । এখন এই ঢঙি বাবাদের কুকীর্তির পরিধি উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে প্রভাব বিস্তার করতে চলেছে । ঘটনা উত্তর জেলার ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশার ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দিরের গৃহে । তবে এবার যৌন নির্যাতনের শিকার দুই ১২ বছরের বালক । ঘটনা ঘটে মঙ্গলবার বিকাল চারটার দিকে যখন এলাকারই ১২ বছরের দুটো ফুটফুটে বালক স্কুলের ময়দানে খেলতে গিয়েছিল । তাদের কথা অনুযায়ী প্রথম একটি বালককে বিদ্যালয়ের 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মহারাজ ডেকে নিয়ে তার যৌনকর্ম সাধিত করছিল । অপর বালকটি প্রথম বালকটিকে ডাকতে গেলে তাকেও মহারাজ ডেকে নিয়ে তার যৌন লালসার শিকার বানাতে শুরু করে। তার মুখে এবং সারা শরীরে মহারাজের চুমুতে শিহরিত করে তোলে । পরের বালকটি তার টিউশন আছে বলে ছুটে কোন রকমে পালিয়ে আসে । বাড়িতে সন্ধ্যার পর কাহিনী বললে কি করা যায় তা নিয়ে অভিভাবক মহল দ্বিধায় পড়ে যায় । পরদিন অর্থাৎ বুধবার চাইল্ড লাইনের দুই সদস্য খবর পেয়ে দ্বিতীয় বালকটির বাড়িতে আসে । নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা সাংবাদিকদের সামনে মুখ খুললেও প্রশাসনের কাছে যেতে ভয় পায় । চাইল্ড লাইনের সদস্য-সদস্যরা তাদের বয়ান লিপিবদ্ধ করে । ইতিমধ্যে বিদ্যালয়ের কমিটির সভাপতি বিমল বিশ্বাস এবং সম্পাদক দিলীপ বর্ধন ঘটনাস্থলে আসে । তারা অভিভাবক কে বোঝায় যে সম্পূর্ণ ঘটনাটি তারা দায়িত্বে নিয়ে দেখবেন । কিন্তু যেভাবে মঙ্গলবার বিকালে দুই বালকের শ্রীলতাহানি হল এরূপ আরো কত বালকের শ্রীলতাহানি করে চলেছে এই ঢঙি মহারাজ,তার কোনো হিসাব নেই । এখন জানাজানি হয়ে যেতেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের । তাহলে শুধুমাত্র দিল্লি,হরিয়ানা, বিহার,পাঞ্জাব,রাজস্থান,উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের মত জায়গাতেই ঢঙি 

বাবাদের বিচরণ তাই নয় । উত্তর-পূর্বাঞ্চলেও ঢঙিবাবারা গরিব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কখনো কখনো বা বল প্রয়োগ করে শিশুদের যৌন নির্যাতন করে যাচ্ছে । প্রশাসন নিজের প্রচেষ্টায় কোন মামলা নিয়ে সঠিক তদন্ত করলে আরো এরূপ অনেক ঢঙ্গি বাবার কাহিনী জনসমক্ষে চলে আসবে । রক্ষা পাবে হাজার হাজার গরিব পরিবারের শিশুরা,এইসব বিকৃত ঢঙি বাবাদের হাত থেকে । এইসব ঢঙ্গি বাবারা বড় বড় সংগঠনের ছত্রছায়ায় সংগঠনের নাম বিক্রি করে তাদের যৌন লালসা পূরন করে চলেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu