ছয় দফা দাবির ভিত্তিতে সোনামুড়া শহরে ডিওয়াইএফআই এর মিছিল ও পথসভা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৩ জুন

সোমবার


বক্সনগর প্রতিনিধিঃ  সোনামুড়া শহরে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগ ৬ দফা দাবীতে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়। 

এই ছয় দফা দাবি গুলির মধ্যে রেগায় দুইশো দিনের কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে , JRBT  গ্রুপ সি ও গ্রুপ ডির পরীক্ষার ফল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে হবে, প্রতিবছর ৫০০০০ সরকারি চাকরি প্রদানের প্রতিশ্রুতি পূরণ করতে হবে ,স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে প্রয়োজনীয় নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে, অবৈধ নেশা জুয়া বাণিজ্য বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গ্রহণ করতে হবে। এদিন এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, বিভাগীয় কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, সভাপতি সেলিম মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা । এইদিন সোনামুড়া মুজাফফর ভবনের সামনে থেকে মিছিলটি বের হয় সোনামুড়া বাজার পরিক্রমা করে এক পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক। তিনি তার বক্তব্যে বিজিপি আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করেন সরকাটি প্রতিষ্ঠিত হওয়ার পর বেকারদের জন্য কোন কাজ করেননি তার 

ফলে বেকার সমস্যা প্রত্যেকদিন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতি সরকারের কোন ভূমিকা গ্রহণ করছে না। তার বিরুদ্ধে সকলকে  অংশের মানুষকে মাঠে নেমে প্রতিবাদ করার জন্য আহ্বান করেন এদিন যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu