নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনের বয়েজ হোস্টেলে চুরি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১০ জুন

শুক্রবার

বক্সনগর প্রতিনিধিঃ সোনামুড়া মহাকুমার সদরে অবস্থিত শত বছরের পুরাতন নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনের বয়েজ হোস্টেলে চুরি হয়েছে । গ্রীষ্মের ছুটির পর রাজ্যের সমস্ত বিদ্যালয়ের সাথে 

নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশন খুলেছে বুধবার । হোস্টেলের ছাত্ররা তাদের বাড়িঘর থেকে হোস্টেলে এসেছে । কিন্তু সকালবলায় তাদের থাকার সরকারি আবাসস্থলে গিয়ে ছাত্ররা দেখতে পায় চারটি ঘরের দরজায় দেওয়া তালা ভাঙ্গা , আর দরজা গুলো খোলা । এরপর ভিতরে গিয়ে দেখে ঘরের সিলিং ফ্যান এবং 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নিত্যদিনে ব্যবহার করা অন্যান্য জিনিসপত্রের অনেক কিছুই নেই । চোরের দল সেগুলি কবে কখন নিয়ে গেছে তা বলা সম্ভব নয় । কারণ মে মাসের ১৭ তারিখ থেকে স্কুলগুলিতে গৃষ্ম কালীন ছুটি শুরু হয়।এই নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল।ঐ দিনেই ছাত্রাবাসে থাকা ছাত্ররা প্রত্যেকেই তাদের নিজ নিজ বাড়ীতে চলে গিয়েছিল । স্বাভাবিকভাবেই এই ছাত্রাবাসের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক চন্দন কুমার রায় বিষয়টি মহকুমা ম্যাজিস্ট্রেট এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকে জানান । তারপরে সোনামুড় থানায় একটি লিখিত অভিযোগ ও করেন । চোর ধরা পরবে কি পরবে না সেটা জানে পুলিশ , তবে এই ছাত্রাবাসটি যে জায়গাতে অবস্থিত এটির তিনদিকে বাড়িঘর থাকলেও অরক্ষিতই বলা চলে । কারন চারদিকে পাকাপোক্তভাবে দেওয়া বাঁশ , টিন কিংবা ইট বালি সিমেন্ট এর কোন দেওয়াল নেই । গৃষ্ম কালীন বন্ধের সময় ১৫ জন জনজাতির এবং ১৫ জন তপশিলি জাতির ছাত্র তাদের বাড়িতে যায় ছুটি কাটানোর জন্য । স্বাভাবিকভাবেই নৈশকালীন প্রহরী ' হীন ছাত্রাবাসটি নিষ্প্রাণ বা নিঝুম অবস্থায় ছিল । আরো একটি বিষয় হলো ছাত্রাবাসটির ঠিক পাশে থাকা রাস্তাটির উপরে স্ট্রিটলাইট থাকলেও সেগুলো অনেক আগে থেকেই মৃত অবস্থায় আছে । লাইট গুলিকে পরিবর্তন পরিবর্ধন করা বা দেখ ভাল বা রক্ষণাবেক্ষণ করার মতো লোক থাকলেও উনাদের কর্তব্য পালন করাতে প্রচুর গাফিলতি রয়েছে ।কেবলমাত্র এই ঘটনাটিই নয় এই ছাত্রাবাসে এর আগেও একাধিকবার চুরির মত ঘটনা ঘটেছিল , হয়তো সেটা অনেকদিন আগেকার কথা । কিন্তু যাদের উপরে ছাত্রাবাসটি 

রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের করণীয় কর্তব্য সম্পর্কে একটা প্রশ্ন বরাবরই রয়ে । তবে কেবগেছেলমাত্র কিছু জিনিস চুরি হয়েছে , এক্ষেত্রে বলা চলে অল্পেতে অনেক কিছুই রক্ষা পেয়েছে । এরপরেও কি কর্তৃপক্ষ দর্শকের ভূমিকা পালন করবেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu