মি‌নি বন‌্যার কব‌লে গুয়াহা‌টি মহানগর,দূ‌র্ভোগ চর‌মে-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৬ জুন

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গত কয়‌দি‌নের প্রচণ্ড বৃষ্টি পাতের ফলে গুয়াহাটি মহানগরে মি‌নি বন্যার রূপ ধারন করেছে।এতে অ‌কে‌কের বা‌ড়ি‌তে 

জল ঢু‌কে পড়ার পাশাপা‌শি সেখানকার বহু নিচু এলাকা প্লা‌বিত হ‌য়ে প‌ড়ে‌ছে।অ‌নে‌কের ব‌্যবসা প্রতিষ্টান বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে।গৃহব‌ন্দি হ‌য়ে‌ছেন অ‌নে‌কে।মহানগ‌রের সড়‌কে জল মা‌ড়ি‌য়ে ঝু‌কি নি‌য়ে চ‌ৈচৈল কর‌তে হ‌চ্ছে যান বাহন‌কে।‌মি‌নি বন‌্যার কব‌লে প‌ড়ে 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গুয়াহাটি হাজি মুসাফির খানার হজ যাত্রীরাও প‌ড়ে‌ছেন চরম অব্যবস্থায়।এমন সংকট মুহু‌ত্বে হজ কমিটির ‌কোন কর্মকর্তা‌দের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন হজ যাত্রীদের নিকট আত্মিয়রা। এতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে হজ যাত্রীদের পাশাপাশি তাদের নিকট আত্মীয়‌দের।পরে ও হজ যাত্রীদের আত্মীয় স্বজনরা ও স্বেচ্ছা সেবকরা হজ যাত্রীদের সাহিয্যে এগিয়ে আসায় শেষ পর্যন্ত তা‌দের‌কে রিক্সা ক‌রে সময়মত নিরাপদে গুয়াহাটি বিমান বন্দরে পৌঁছে দেওয়া‌তে 

তারা নি‌জে‌দের গন্ত‌ব্যে পা‌ড়ি জমা‌তে সক্ষম হন।আজকের প্রথম বিমানটি দুপুর সোয়া একটা নাগাদ। এবং দ্বি‌তিয় বিমানটি সন্ধ্যা ‌সোয়া পাচটা নাগাদ মক্কার উ‌দ্দে‌শ্যে পা‌ড়ি দেয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu