২ টি গরু একসাথে চুরি হয়ে যাওয়ার ঘটনায় দিশেহারা গোটা পরিবারের লোকজন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১১ মে

বুধবার

উদয়পুর প্রতিনিধিঃ পরিবারের আয়ের একমাত্র উৎস ২ টি গরু একসাথে চুরি হয়ে যাওয়ার ঘটনায় দিশেহারা গোটা পরিবারের লোকজন। 

ঘটনা উদয়পুর জামজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  ঘটনার বিবরণে জানা যায় , সোমবার রাতে জামজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজধরনগর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


সিংহের দুটি গরু চুরি হয়ে যায়। রাতে হঠাৎ বাড়ির লোকজন কোন এক দরকারে ঘুম থেকে উঠে যখন বাড়ির উঠোনে যায় তখন দেখতে পায় গোয়াল ঘরে তাদের পালিত ২ টি গরু নেই। তখন সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু করে গরুর মালিক উত্তম সিংহ। ছুটে আসেন আশেপাশের বাড়ির লোকজন। এই বিষয়ে গরুর মালিক উত্তম সিংহ জানিয়েছেন উনার পরিবার লোকজন এইই ২ টি গবাদি পশুর আয়ের উপরই নির্ভরশীল। উনি জানান ওই গবাদিপশু দুটি পায় ৫০ থেকে ৬০ হাজার টাকা মূল্যের হবে। 

একসাথে ২ টি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনায় বর্তমানে দিশেহরা এবং মানসিক ভাবে ভেঙে পড়েন গোটা পরিবারের লোকজন। এদিকে প্রায় প্রতিদিনই মহকুমার কোথাও না কোথাও চুরির ঘটনা সংগঠিত হবার সংবাদে আতঙ্কিত গোটা মহকুমাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu