ঘণ্টা খানিকের বৃষ্টিতে জলমগ্ন আগরতলা সাবরুম জাতীয় সড়ক-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

১১ মে

বুধবার

বিশালগড় প্রতিনিধিঃ এই গরমে  বৃষ্টির দেখা পেয়ে  মানুষের মধ্যে যেমনটা স্বস্তি এসেছে  ঠিক তেমনি মানুষ  দুর্ভোগের শিকার হয়েছে। 

ঘণ্টা খানিকের বৃষ্টিতে  জলমগ্ন হয়ে পড়েছে  চরিলাম অনুকুল ঠাকুর আশ্রম  সংলগ্ন আগরতলা সাবরুম জাতীয় সড়ক। উল্লেখ্য বিগত অনেক বছর ধরেই  কিছুক্ষণের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে  চরিলাম এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়ক। তবে জল নিষ্কাশনের ব্যবস্থা  বাম আমলে যেমন করা হয়নি তেমনি  রাম আমলেও জল নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে না।

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


যার ফলে গাড়িচালক থেকে শুরু করে পথচলতি মানুষ  চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আজ ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে  চরিলাম অনুকুল ঠাকুর আশ্রম সংলগ্ন জাতীয় সড়ক। রাস্তার উপর  প্রায় দুই ঘণ্টার মত  জল ছিল  এতে  রাস্তার দুই 

দিক থেকে আসা গাড়ি চলাচল করলেও  স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে শুরু করে  অন্যান্য পথ চলতি মানুষ  চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। পথচলতি মানুষের দাবি  বর্তমান সরকার যেন খুব শীঘ্রই  ওই এলাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu