সবুজ ত্রিপুরা
১০ মে
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বিদ্যুতের শর্ট সার্কিটে ভস্মীভূত এক বসতঘর। অল্পতেই রক্ষা পেল ঘনবসতি গোটা এলাকা।
ক্ষতি প্রায় কয়েক লাখ টাকা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায় সোমবার সন্ধ্যা নাগাদ । সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকা বাসিন্দা তথা ধনস্মতি দেববর্মার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়। এর ফলে ধীরে ধীরে এই বৈদ্যুতিক শর্ট সার্কিট এর ফলে বসতঘরে আগুন লেগে যায়।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
নিমিষেই ধাও ধাও করে আগুন ছড়িয়ে পড়ে গোটা বসতঘরে। দমকলকর্মীদের দেওয়ার আগে একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীদের প্রচেষ্টায় গোটা এলাকা অল্পেতে রক্ষা পেল বড়সড় অগ্নিকান্ডের থেকে। ঘরের মালিক জানান,,, ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি আনুমানিক কয়েক লাখ টাকা।
0 মন্তব্যসমূহ