শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনে শামিল-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৬ মে

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ইংরেজি বিষয়ক শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনে শামিল হয়। 

ঘটনা মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীন তুইমধু উচ্চ বিদ্যালয়ে শুক্রবার।ঘটনার বিবরণে জানা যায়, তুইমধু উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠদানকারী একমাত্র ইংরেজি বিষয়ক শিক্ষিকা স্নিগ্ধা রাংখল অন্যত্র বদলি হয়। এই শিক্ষিকা বদলির 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে শুক্রবার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ইন্ধনেই ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে ছাত্র-ছাত্রীদের দ্বারা বিদ্যালয়ের মূল ফটকে তালা দেওয়া প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি জানান

ওই ইংরেজি বিষয়ক শিক্ষিকা তুইমধু উচ্চ বিদ্যালয় থেকে বাইশঘড়িয়া স্থিত নৈতালিম উচ্চ বিদ্যালয়ে বদলি হয়। আর এই বদলি রুখতেই ছাত্র-ছাত্রীদের এই আন্দোলন। তিনি আরো জানান এবিষয়ে তিনি মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে যোগাযোগ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu