উচ্চমাধ্যমিক পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৮ মে

শনিবার

বক্সনগর প্রতিনিধিঃ উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছাত্রী ভৌমিকা চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় তার নিজ বাড়ি থেকে। 

এই ঘটনা টি ঘটে শুক্রবার সকাল আনুমানিক ৯.৩০ মিনিট নাগাদ, জানা যায় বাড়ির সকলের অজান্তে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ভৌমিকা চক্রবর্তী। এদিকে ভৌমিকার ছোট ভাই প্রথমে বিষয়টি টি দেখতে পায়, ঘটনা টি ঘটে সোনামুড়া থানাধীন ঠাকুরমুড়া নজরুল পল্লী এলাকায় তার বাবার নাম বুলানাথ চক্রবর্তীর ।তার একমাত্র মেয়ে ভৌমিকা চক্রবর্তী। তবে কি কারণে আত্মহত্যা পথ বেছে নিয়েছে ভৌমিকা  চক্রবর্তী এই বিষয়ে স্পষ্ট  এখনো জানা যায়নি । পরিবারের দাবি পরাশোনার বিশেষ কথাকাটাকাটি থেকে এই ঘটনা, 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কিন্তু ভৌমিকার স্কুলের বন্ধুদের সুত্রে খবর , কোনো একটি ছেলের সাথে ভৌমিকার  প্রেমের সম্পর্ক রয়েছে , কিন্তু পরিবার সে সম্পর্ক না মেনে নেওয়া আত্মহত্যা পথ বেছে নেন উচ্চমাধ্যমিক পড়ুয়া ছাত্রী ভৌমিকা চক্রবর্তী।  এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।  কি কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন পুলিশ 

তা খুঁজে বের করার চেষ্টা করছেন। এখন মৃত দেহটি পুলিশ উদ্ধার করেন। এবং ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। এদিকে ভৌমিকা চক্রবর্তীর এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu