নাকা চে‌কিং‌য়ে চুরাইবাড়ি পুলিশের হা‌তে নৈশ বাস থে‌কে গাঁজা উদ্ধার,ধৃত দুই-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৯ এপ্রিল 

শানিবার

কদমতলা  প্রতিনিধিঃ ফের নাকা চে‌কিং‌য়ে সাফল‌্য পেল বাজারিছড়া থানাধিন চুরাইবাড়ী ওয়াচ পো‌ষ্টের পুলিশ।এ‌তে প্রায় তিন 

লক্ষাধিক টাকার গাঁজা সহ দুই যাত্রী ধরা প‌ড়ে।এ মর্মে ওয়াচ পোষ্ট ইনচার্জ নিরঞ্জন দাস জানান যে শুক্রবার রাত ১০টা নাগাদ  AS01HC 6269 নম্ব‌রের সেরাওয়া‌লি সংস্থার এক‌টি নৈশকা‌লিন সুপার বাস ত্রিপুরার আগরতলা থে‌কে গুয়াহা‌টি‌তে যাবার উ‌দ্যেশ্যে ত্রিপুরা সীমান্ত অ‌তিক্রম ক‌রে অস‌মের চুরাইবা‌ড়ি ওয়াচ পো‌ষ্টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি তল্লা‌শি চালায় কর্তব‌্যরত পু‌লিশ।এ‌তে বা‌সে যাত্রী সে‌জে ব‌সে থাকা দুই যাত্রীর ব‌্যগে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তল্লা‌শি কর‌লে তা‌দের ব‌্যগ থে‌কে বি‌ভিন্ন পুটলায় শুক‌নো গাঁজা উদ্ধার হয়।এ‌তে এ‌দের‌কে আটক করা হয়।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে মিথিলেশ কুমার(‌২০)বা‌ড়ি বিহা‌রের মধুপুর থানা‌ধিন অর্জুনপু‌রে।অন‌্যজ‌নের নাম কম‌লেশপঞ্চম যাদব(৩৩)বা‌ড়ি পুর্ব মুম্বাইর ইন্দ্রনগর রাণীস‌তী মার্গ এলাকায়।ধৃত‌দের কাছ থে‌কে যথাক্রমে আট কে‌জি সাত`শ গ্রাম ও প‌নে‌রো কে‌জি ‌মোট তেইশ কে‌জি সাত`শ গ্রাম শুক‌নো গাঁজা উদ্ধার হয়।যার বাজার মুল‌্য প্রায় তিন লক্ষ টাকার মত হ‌বে।ধৃত‌দের বিরু‌দ্ধে নির্ধা‌রিত ধারায় মামলা হা‌তে নি‌য়ে‌ছে পু‌লিশ।রা‌তে তা‌দের‌কে বাজা‌রিছড়া থানায় আট‌কে রে‌খে জিঙ্গাসাবা‌দের পর শ‌নিবার আদাল‌তে সোপর্দ করা হ‌বে।ইনচার্জ নিরঞ্জন দাসের কথায় মুখ‌্যমন্ত্রীর সুপা‌রি‌শে রাজ‌্য 

জু‌ড়ে ড্রাগস বি‌রো‌ধি অ‌ভিযান চল‌ছে।এ‌তে ক‌রিমগঞ্জ জেলা পু‌লিশ সুপার পদ্মনাভ বরুয়ার নেতৃ‌ত্বে জেলা জু‌ড়ে মাদক বি‌রো‌ধি অ‌ভিযান তীব্র ক‌রে তোলা হ‌য়ে‌ছে।ফ‌লে কিছু দিন পর পর সাফল‌্য আস‌ছে।পু‌লি‌শের এ‌হেন অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।পু‌লি‌শের প্রাথ‌মিক জেরায় ধৃতরা জানায় যে তারা গাঁজাগু‌লো আগরতলা থে‌কে সংগ্রহ ক‌রে খুচ‌রো বি‌ক্রির উ‌দ্যেশ্যে নিজ নিজ গন্ত‌ব্যে যাবার কথা ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu