ধর্ষণের অভিযোগে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে আটক দুই যুবক-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

২৭ এপ্রিল 

বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ  ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া  মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানিয়েছেন,

চলতি মাসের ১৯শে এপ্রিল তেলিয়ামুড়া থানা এলাকার খাসিয়া মঙ্গল এলাকা থেকে ২১ বছর বয়সি এক যুবতীকে মেলায় যাবার নাম করে বাড়ি থেকে বের করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানা এলাকার ওয়াক্সি মলম এলাকার দুই যুবক যথাক্রমে বিশ্বজিৎ দেববর্মা (২৪) এবং অমৃত দেববর্মা (২০)। ওই যুবতীকে বাড়ি থেকে মেলায় যাবার নাম করে ডেকে এনে এক নির্জন জায়গা দেখে যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে। এবং যুবতীকে প্রাণনাশের হুমকি দেয় যাতে এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু না জানায়। তাদের কথা মতো ধর্ষিতা এতদিন ঘটনা চেপে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


রাখলেও আজ তথা বুধবার ধর্ষিতার পরিবারের লোকজনদের বিষয়টি সম্পর্কে অবগত করে। তারা ঘটনা জানতে পেরে ধর্ষিতাকে ওই মেয়েকে নিয়ে বুধবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানার শরণাপন্ন হয় এবং মৌখিকভাবে অভিযোগ জানায় ওই দুই যুবকের বিরুদ্ধে। পুলিশ মৌখিক অভিযোগ পেয়ে অতি তৎপরতার সহিত বিশ্বজিৎ এবং অমৃত'কে পাকড়াও করতে ময়দানে তৎপর হয়। এরমধ্যে বিশ্বজিৎ'কে তেলিয়ামুড়া থানার পুলিশ অম্পি এলাকা থেকে এবং অমিত'কে তার নিজ বাড়ি থেকে পাকড়াও করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি ধর্ষণের 

মামলা গ্রহণ করে। তেলিয়ামুড়া থানায় যার মামলা নম্বর ৪৩/২০২২। তেলিয়ামুড়া থানার পুলিশ ১৪৩-৩৭৬(D)/৫০৬/IPC ধারা মূলে একটি মামলা গ্রহণ করেছে। এই তদন্তে নেমে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu