সবুজ ত্রিপুরা
১ এপ্রিল
শুক্রবার
পানিসাগর প্রতিনিধিঃ উত্তর জেলার পানিসাগর সি,পি,আই,এম,মহকুমা কমিটির উদ্দ্যোগে এিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ডাকে ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২রা
এপ্রিল আগরতলাতে অনুষ্ঠিত সমাবেশকে কেন্দ্র করে দলে দলে যোগ দেবার আহবান জানিয়ে পানিসাগরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল এবং পথ সভা।উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন বরিষ্ঠ নেতৃত্ব গঙ্গেশ মল্লিক।এছাড়াও উপস্হিত ছিলেন পানিসাগর তপশিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক শুভেন্দু দাস,পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস,শীতল দাস,
দেবচান মানিক হালাম,করুন নাথ সহ অন্যান্য দলীয় সমর্থকেরা।বিক্ষোভ মিছিলটি শুরু হয় সি,পি,আই,এম,মহকুমা কমিটির কার্যালয় সম্মুখ থেকে এবং পানিসাগর বাজার পরিক্রমা করে ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় এক পথ সভায় মিলিত হয়।পথ সভায় বিক্ষোব্ধ নেতৃত্বগন বর্তমান শাসক দল বি, জে,পি,এর তীব্র সমালোচনা করেন এবং বিগত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের জনগনকে বোকা বানিয়ে ডালাও হারে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণি উদ্ধার হয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যার্থ হয়।
এই নিয়ে মিছিলে অংশগ্রহণ কারি নেতৃত্বগন শাসক দলের প্রতি তীব্র সমালোচনার ঝড় তুলে আগামী দোসরা এপ্রিল আগরতলাতে জনতার আদালতে চার্চসিট দাখিল অনুষ্ঠানে দলে দলে যোগ দিয়ে বর্তমান শাসক দলকে মোক্ষম জবাব দেবার আহবান জানিয়ে আজকের এই পথসভার পরি সমাপ্তি ঘোষনা করা সভাপতির ভাষনের মাধ্যমে।
0 মন্তব্যসমূহ