৬৫ তম শ্রী শ্রী অম্বিকা কুন্ড বারুণী মেলার শুভ শুচনা পর্ব অনুষ্ঠিত-Sabuj Tripura

 


সবুজ ত্রিপুরা

১ এপ্রিল

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার তথা রাজ্যের বহু প্রতিক্ষীত ৬৫ তম শ্রী শ্রী অম্বিকা কুন্ড বারুণী মেলার শুভ শুচনা পর্ব অনুষ্ঠিত হয় 

সন্ধ্যা সারে পাঁচ ঘটিকায়  পানিসাগর বিধান সভা তথা রাজ্য লেবার বোর্ডের মাননীয় বিধায়ক শ্রী যুক্ত বিনয় ভুষন দাসের হাত ধরে।এতে সভাপতিত্ব করেন মেলাপরিচালন কমিটির সভাপতি বিরেন্দ্র নাথ,প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজ্য কো অপারেটিভ সেল এর চেয়ারম্যান রনজয় কুমার দেব,বিশিষ্ট অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উওর জেলার সভাধিপতি ভবতোষ দাস,সন্মানিত অতিথি 

হিসেবে উপস্হিত ছিলেন পানিসাগর নগর পন্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস,পানিসাগর নগর পন্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনন্জয় দেব নাথ,উওর এিপুরা জিলা পরিষদ সদস্য বিকাশ শর্মা, মেলা পরিচালন কমিটির কনভেনার তথা পানিসাগর সমষ্টিউন্নয়ন আধিকারিক হোমাগ্নি ভট্টাচার্য,মেলা পরিচালন কমিটির সম্পাদক ব্রজ রন্জন শর্মা,অম্বিকা কুন্ডের প্রয়াত প্রতিষ্টাতাচার উওর সুরি সৌমেশ দেব নাথ,বিশিষ্ট সমাজ সেবি সুব্রত কুমার নাথ,ক্ষিরোধ মুন্ডা,অন্তিহার রাম হালাম,শুমরা ওরাং,সুনিল বিল সহ অন্যান্য অতিথি বৃন্ধরা। দিন ব্যাপি উক্ত মেলার অধিবাস পর্ব অনুষ্ঠিত হয়ে ছিল গতকাল।আজ সকাল থেকেই অম্বিকা কুন্ডে পুন্যার্থীরা পূন্য স্নানের মাধ্যমে পুন্য অর্জনে ব্রতী হয়।তবে আজ সকাল থেকে গোটা উওর জেলা জোরে প্রচন্ড বৃষ্টির কারনে মেলা পরিচালন কমিটির ঘোষনা অনুযায়ী শুচনা পর্বের অনেকটাই ছন্দ পতন ঘটে।তাই নির্ধারিত সময়ের মধ্যে শুচনা পর্বের অনুষ্ঠানটি অনুষ্টিত করা সম্ভব হয় নি।তবে মেলা পরিচালন কমিটির পক্ষথেকে সমস্ত ধরনের প্রতিকুলতাকে কাঠিয়ে উটে কিছুটা দেরিতে হলেও শুচনা পর্বের অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।উক্ত মেলাকে সর্বাত্মক সার্থক 

করে তুলতে রাজ্য এবং বহিরাজ্য থেকে দোকানীরা বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছে।খোলা হয়েছে মহকুমার বেশ কয়টি সরকারি দপ্তরের স্টল।মন্চে উপস্হিত অতিথিরা মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন।মেলার বিশেষ আকর্ষণ ছিলো আনন্দ মেলা।মেলাকে কেন্দ্র করে মন্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান।প্রথম দিনের মেলায় মন্চে অংশ গ্রহণ করেন এিপুরা তথা উওর পুর্বান্চলের খ্যাতনামা লালন কন্যা মিস শ্যামা নম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu