বুলেরো গাড়ি ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ও তিন মাধ্যমিক শিক্ষাথী-Sabuj Tripura

 


সবুজ ত্রিপুরা

২০ এপ্রিল 

বুধবার

বক্সনগর  প্রতিনিধিঃ  বক্সনগর মের্ত্তা বাড়ি এলাকায় বুলেরো পিকআপ গাড়ি ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর 

আহত মারুতি ভ্যানের চালক। তবে এই সংঘর্ষে অল্পতে রক্ষা পেলেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। জানা গেছে বুলেরো পিকআপ গাড়ি প্রচন্ড দ্রুতগতিতে সোনামুড়া থেকে বক্সনগর হয়ে বিশালগড় এর দিকে যাওয়ার পথেই যাত্রাবাড়ী এলাকায় গিয়ে অপর দিক পুঠিয়া থেকে বক্সনগর মাধ্যমিক পরীক্ষার 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সেন্টারে ছাত্র-ছাত্রী নিয়ে একটি মারুতি ভ্যান আসতেই বোলোরো পিকআপের সাথে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে মারুতি ভ্যান গাড়িটি মুখ থুবরে রাস্তার পাশেই ছিটকে পড়ে যায়।সাথে সাথেই বুলেরো পিকআপ গাড়িটি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এই ঘটনাটি এলাকাবাসী প্রত্যক্ষ করার পর মারুতি ভ্যান এ থাকা ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়ার জন্য অন্য একটি গাড়ি করে বক্সনগর পরীক্ষার সেন্টারে পাঠানো হয়। কিন্তু মারুতি ভ্যান 

এ থাকা ছাত্রছাত্রীদের মধ্যে একজন মহিলা অভিভাবক কপালে চুটলাগে। কিন্তু গুরুতর অবস্থায় গাড়িচালককে বক্সনগর থেকে জিবি হাসপাতালে রেফার করে দেয়।এই ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করে গাড়ির এক সহ চালককে আটক করে থানায় নিয়ে আসে সহ চালক ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu