বক্সনগর প্রেস প্লে সেন্টার ও বিএসএফের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী বক্সনগর -Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৩ এপ্রিল 

বুধবার

বক্সনগর  প্রতিনিধিঃ প্রচন্ড বৃষ্টি ও রুদ্রকে অপেক্ষা করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সকাল ৮ ঘটিকা থেকে বক্সনগর ভগৎ সিং মিনি স্টেডিয়াম মাঠে ১৫০ নং ব্যাটেলিয়ান বক্সনগর বিওপি 

বনাম বক্সনগর প্রেস ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ক্রিকেট ম্যাচ।এই ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন ১৫০ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট জনার্দন প্রসাদ,বক্সনগর বিওপির কোম্পানি কমান্ডার এসি অসুক বক্সনগর প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন কবীর, সম্পাদক জয়দুল হোসেন, বক্সনগর এলাকার সমস্ত বিওপির কোম্পানি কমান্ডারসহ আরো অনেকে।এই চূড়ান্ত প্রীতি ক্রিকেট খেলাটি বক্সনগর প্রেস ক্লাব ও ১৫০ ব্যাটেলিয়ান বক্সনগর বিওপির জওয়ানদের মধ্যে হয়।প্রথমে টচে  জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বক্সনগর প্রেস ক্লাব তাদের দল ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। অপরদিকে বিএসএফ জওয়ানদের টিম ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। বক্সনগর প্রেস ক্লাব ৯৫ রানে জয়ী হয়।প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করে সম্রাট দেব।সম্রাট ত্রিশ বলে মোট ১০৯ রান সংগ্রহ করে। অপরদিকে বিএসএফের পক্ষে সর্বোচ্চ রান করে হরিশ প্যাটেল। তার সর্বোচ্চ রান ছিল ৬৫। সবচেয়ে মজার বিষয় ছিল বিএসএফের কমান্ডেন্ট জনার্দন প্রসাদ বক্সনগর প্রেস প্লে সেন্টারের হয়ে খেলেন।বক্সনগর প্লে সেন্টারের হয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে ছিলেন ১৫০ ব্যাটেলিয়ান কমান্ডেন্ট জনার্দন প্রসাদ।খেলা শেষে জয়ী ও বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ট্রফি তুলে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

দেওয়া হয়।ম্যান অফ দ্যা ম্যাচ হিসাবে পান বক্সনগর প্রেস ক্লাবের সম্রাট দেব।এই ফাইনাল ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।খেলা শেষে সমস্ত খেলোয়াড়দের জন্য বিএসএফ এর তরফ থেকে বিভিন্ন পুরস্কারের পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল। বিএসএফের উদ্যোগে খেলাধুলার পাশাপাশি সীমান্তের গরীব পরিবারের মধ্যে সিভিকস অ্যকশন প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য শিবির, ছাত্র ছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম, বস্ত্র বিতরণসহ বহু জনমুখী সামাজিক কাজকর্মে করে থাকেন।এই প্রীতি ক্রিকেট ম্যাচের 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ১৫০নম্বর কমান্ডেন্ট জনার্দন প্রসাদ বলেন, খেলাধুলা একটি সুস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অনুশীলন। শুধু শারীরিক অনুশীলন নয়,মানষিক উৎসাহ উদ্দীপনা এবং শান্তি ও সম্প্রতি তৈরি হয়।এই খেলায় বক্সনগরবাসী ও বিএসএফের মধ্যে সম্প্রীতি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu