বিলাতি মদ সহ আটক মিজোরামের দুই যুবক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

০৩ মার্চ
বৃহস্পতিবার
নিজস্ব প্রতিনিধিঃ বিলাতি মদ সহ আটক মিজোরামের দুই যুবক । বুধবার রাত 

আনুমানিক ১০ নাগাদ কাঞ্চনপুর থানার ওসি কৃষ্ণধন সরকার গোপন সুত্রের খবরের উপর ভিত্তি করে TR05E 1616 ডি আই গাড়ি থেকে ৯২

কাটুনে মোট ১২৮৪ বোতল বিলাতি মদ উদ্ধার করে। এগুলি ভাংমুন হয়ে মিজোরামে যাচ্ছিল। 
পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে তাদের নাম চিকিয়া চাকমা (২৮) সুখময় চাকমা (২০) তাদের উভয়েই মিজোরামের মাতিত জেলার বাসিন্দা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu