তেলিয়ামুড়ার চাকমাঘাটস্থিত টি.এস.আর দ্বাদশ বাহিনীর সদর কার্যালয় পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

০৩ মার্চ
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ কেমন আছেন  ত্রিপুরা রাজ্যের গর্বের টি.এস.আর বাহিনীর জওয়ানরা, তাদের যাবতীয় সুবিধা ও অসুবিধা 

খতিয়ে দেখতে এবার বুধবার পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব।বুধবার মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত টি.এস.আর  দ্বাদশ বাহিনীর সদর কার্যালয় পরিদর্শন করতে আসেন। সঙ্গে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ টি.এস.আর-এর উচ্চপদস্থ আধিকারিকরা।

বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে প্রথমে মুখ্যমন্ত্রী'কে গার্ড অব অর্নার দেওয়া হয়।তারপর তিনি বাহিনীর সদর দপ্তরে এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন, এদিনের এই রক্ত দান শিবিরে প্রায় পঞ্চাশ(৫০)  জন সৈনিক স্বেচ্ছায় রক্তদান করেন।পরে জওয়ানদের সাথে খাবার খেয়ে সৈনিক সম্মেলনে জওয়ানদের 
সাথে আলোচনা করেন। সর্বশেষে সাংবাদিক দের সাথে আলোচনা করতে গিয়ে বলেন গর্বের টি.এস.আর-এর বন্ধুরা কেমন আছেন, তা পরখ করতেই এদিনের এই পরিদর্শন। তাছাড়া তিনি বলেন,, বিভিন্ন রাজ্যের যে নিজস্ব ফোর্স রয়েছে তার মধ্যে অন্যতম হলো ত্রিপুরা ত্রিপুরা স্টেট রাইফেলস্।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu