বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে প্রথমে মুখ্যমন্ত্রী'কে গার্ড অব অর্নার দেওয়া হয়।তারপর তিনি বাহিনীর সদর দপ্তরে এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন, এদিনের এই রক্ত দান শিবিরে প্রায় পঞ্চাশ(৫০) জন সৈনিক স্বেচ্ছায় রক্তদান করেন।পরে জওয়ানদের সাথে খাবার খেয়ে সৈনিক সম্মেলনে জওয়ানদের
সাথে আলোচনা করেন। সর্বশেষে সাংবাদিক দের সাথে আলোচনা করতে গিয়ে বলেন গর্বের টি.এস.আর-এর বন্ধুরা কেমন আছেন, তা পরখ করতেই এদিনের এই পরিদর্শন। তাছাড়া তিনি বলেন,, বিভিন্ন রাজ্যের যে নিজস্ব ফোর্স রয়েছে তার মধ্যে অন্যতম হলো ত্রিপুরা ত্রিপুরা স্টেট রাইফেলস্।
0 মন্তব্যসমূহ