সবুজ ত্রিপুরা
৩১ মার্চ
বৃহস্পতিবার
কদমতলা প্রতিনিধিঃ নিজের ব্যাক্তিগত গাড়িতে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে গাঁজা বোঝাই
গাড়ি ফেলে পালিয়ে যায় তিন পাচারকারী। ঘটনা অসম চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের হাতিখিরা এলাকায়। বুধবার দুপুর দুইটা নাগাদ ত্রিপুরা থেকে WB06-0088 নম্বরের হোন্ডা সিভিক গাড়ি অসম চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের সামনে আসতেই রুটিন তল্লাশিতে থাকা পুলিশ গাড়িটিকে সিগন্যাল দেয়।
সঙ্গে সঙ্গে চালক সিগন্যাল না মেনে লোয়াইরপোয়ার অভিমুখে দ্রুত বেগে পালিয়ে যায়। তখন ইনচার্জ নিরঞ্জন দাস পুলিশ নিয়ে তার পিছু ধাওয়া করে হাতিখিরা এলাকায় পাকড়াও করেন।দ্রুত গতিতে গাড়িটি যাওয়ার সময় অল্পের জন্য দুই পথচারী প্রানে বাঁচেন। অবশেষে পুলিশের ধাওয়ায় খেয়ে শেষ রক্ষা করতে পারেনি চালক।লঙ্গাই নদীতে সাঁতার দিয়ে পালিয়ে যায়। পাচারকারী দলে মোট তিন যুবক ছিলো।পরে পুলিশ ডজার দিয়ে গাঁজা সহ গাড়িটি চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে নিয়ে আসে।
তেরোটি পেকেটে মোট চৌত্রিশ কেজি গাঁজা ছিলো,যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে জানান ইনচার্জ। অবশ্য পলাতক পাচারকারীরা গাড়িতে পাসপোর্ট,ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ফেলে যায়,তা থেকে পুলিশ তাদের ত্রিপুরার বাসিন্দা হিসেবে সনাক্ত করতে পেরেছে।
0 মন্তব্যসমূহ