এ বিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার'কে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন,,, বিষয়টি সম্পর্কে বহিঃ রাজ্যের কোম্পানি তেলিয়ামুড়া পৌর
পরিষদ'কে বা উনাকে অবগত করেনি। যদিও তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা হিসেবে তিনি মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমতিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এবং তেলিয়ামুড়া থানার সামনে থেকে গাড়ি গুলিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তিনি কথা বলেছেন। দাবি উঠছে অতি দ্রুত যেন গাড়ি গুলো'কে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
0 মন্তব্যসমূহ