থানা বাবুদের উদাসীনতায় মাঝপথেই আটকে গেল উন্নয়নমূলক কাজ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৪ ফেব্রুয়ারি
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃথানা বাবুদের উদাসীনতায় মাঝপথেই আটকে গেল উন্নয়নমূলক কাজ । ঘটনায় ক্ষোভের সঞ্চার।

খবরে প্রকাশ, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ কর্মে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে তেলিয়ামুড়া জুড়েও অব্যাহত রয়েছে। আর এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া উপর দিয়ে বয়ে চলা আসাম আগরতলা জাতীয় সড়কের বহিঃ রাজ্যের একটি কোম্পানি রাস্তা মেরামতের কাজে হাত লাগায়। যদিও তাদের কাজে বাধ সাধে তেলিয়ামুড়া থানার সম্মুখে রাখা  বিভিন্ন মামলায় আটককৃত এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো।

এ বিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার'কে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন,,, বিষয়টি সম্পর্কে বহিঃ রাজ্যের কোম্পানি তেলিয়ামুড়া পৌর 

পরিষদ'কে বা উনাকে অবগত করেনি। যদিও তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা হিসেবে তিনি মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমতিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এবং তেলিয়ামুড়া থানার সামনে থেকে গাড়ি গুলিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তিনি কথা বলেছেন।   দাবি উঠছে অতি দ্রুত যেন  গাড়ি গুলো'কে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu