মহকুমা পুলিশ আধিকারিকের নাকের ডগায় বাক-বিতণ্ডার জেরে উত্তপ্ত পরিস্থিতি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৮ জানুয়ারি
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ গতকাল সকালে উওর জেলার পানিসাগর বি,জে,পি,মন্ডল এবং পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের নাকের ডগায় বসবাসরত হিরালাল নাথ এবং নিজ ভ্রাতুষ্পুত্র জীবন নাথে মধ্যে দীর্ঘদিন থেকেই 

পারিবারিক কলহের জের ধরে গতকাল সকালেতা প্রকাশ্যে চলে আসে।দজনেই জরিয়ে পড়ে তুমুল বাকবিতন্ডায়।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় হিরালাল নাথের পুএ পেশায় গাড়ি চালক রাজিব নাথ।বাবার সাথে বাকবিতন্ডা চলাকালীন সময়ে সে জরিয়ে পরায় মুহুর্তের মধ্যে বাকবিতন্ডা চরম আকার ধারণ করে,একটা সময় পরিস্হিতি উতপ্ত হয়ে ওঠে। শুরু হয় দুই ভাইয়ের মধ্যে ধস্তা ধস্তি।প্রত্যক্ষ দর্শিরা জানায় জীবনকে মাটিতে ফেলে মারদোর করাতে জীবন নিজের প্রান বাঁচাতে পালিয়ে গিয়ে 

ঘর থেকে লোহার রড নিয়ে এসে দোকানের কর্মচারী মুন্নাকে রড দিয়ে আঘাত করে।পরবর্তীতে রাজীব এবং হিরালাল নাথকে না পেয়ে রাজীবের টি,আর,০২ ৩১৬৯ নম্বরের কমান্ডার গাড়িটির গ্লাস ভেঙ্গে ফেলে।পরবর্তীতে বিষয়টি পানিসাগর থানায় জানানো হলে তড়িঘড়ি পানিসাগর থানার পুলিশ ঘটনাস্হলে পৌছায় এবং রাজীব এবং হিরালাল নাথের অভিযোগ মুলে জীবনের বাড়িতে গিয়ে 
তল্লাশি চালিয়ে তাকে খুজে পায়নি।তবে ওর বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে।এলাকায় কান পাতলেই শোনা যায় ঐ এলাকায় বর্তমান শাসকদল বি,জে,পি,এর মন্ডল কার্যালয় এবং মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় থাকা সত্বেও রাত ঘনিয়ে আসতেই উক্ত এলাকায় শুরু হয় নানান ধরনের অসামাজিক কাজ কর্ম।অথচ সবকিছু জেনে শুনেও এরা সকলেই ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছেন।অবিলম্বেই ঐ এলাকারটির প্রতি নজর দেবার আহ্বান জানানো  হয় স্হানীয় এলাকাবাসিদের পক্ষ থেকে। অন্যথায় যে কোন সময় ঘটে যেথে পারে যেকোন ধরনের অপ্রিতিকর ঘটনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu