ঘর থেকে লোহার রড নিয়ে এসে দোকানের কর্মচারী মুন্নাকে রড দিয়ে আঘাত করে।পরবর্তীতে রাজীব এবং হিরালাল নাথকে না পেয়ে রাজীবের টি,আর,০২ ৩১৬৯ নম্বরের কমান্ডার গাড়িটির গ্লাস ভেঙ্গে ফেলে।পরবর্তীতে বিষয়টি পানিসাগর থানায় জানানো হলে তড়িঘড়ি পানিসাগর থানার পুলিশ ঘটনাস্হলে পৌছায় এবং রাজীব এবং হিরালাল নাথের অভিযোগ মুলে জীবনের বাড়িতে গিয়ে
তল্লাশি চালিয়ে তাকে খুজে পায়নি।তবে ওর বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে।এলাকায় কান পাতলেই শোনা যায় ঐ এলাকায় বর্তমান শাসকদল বি,জে,পি,এর মন্ডল কার্যালয় এবং মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় থাকা সত্বেও রাত ঘনিয়ে আসতেই উক্ত এলাকায় শুরু হয় নানান ধরনের অসামাজিক কাজ কর্ম।অথচ সবকিছু জেনে শুনেও এরা সকলেই ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছেন।অবিলম্বেই ঐ এলাকারটির প্রতি নজর দেবার আহ্বান জানানো হয় স্হানীয় এলাকাবাসিদের পক্ষ থেকে। অন্যথায় যে কোন সময় ঘটে যেথে পারে যেকোন ধরনের অপ্রিতিকর ঘটনা।
0 মন্তব্যসমূহ