উওর জেলার পানিসাগর থানাধীন তিলথৈ গ্রামে প্রত্যক্ষ হয় একটি ব্যাতিক্রমী জন্মদিনের অনুষ্ঠান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৮ জানুয়ারি
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর থানাধীন তিলথৈ গ্রামে প্রত্যক্ষ হয় একটি ব্যাতিক্রমী জন্মদিনের।

জন্মদিন পালন আজ কাল উচ্চবিত্ত এবং মধ্যবিওদের পরিবারে একটা ফ্যাশন অথবা ট্রেডিশনে পরিনত হয়ে গেছে বলতে পারেন।আজকাল আবার এইধরনের জন্মদিন পালিত হচ্ছে বিভিন্ন আঙ্গিকে।তবে সমাজের একটা অংশ আবার জন্মদিন পালনের মধ্য দিয়ে নিজেকে সকলের মধ্যে বিলিন করে দিতে লক্ষকরা যায়।

হাজার হাজার টাকা ব্যায় করে জন্মদিন পালনের অনুষ্ঠানটিকে নিজেদের ঘড়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের পিছিয়ে পড়া বন্চিতদের মধ্যে বিলিয়ে দিতে লক্ষকরা যায়।এমনই একটি জন্মদিনের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয় তিলথৈ এলাকায়।যানা গেছে তিলথৈ এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব শুভ্রবিতান নাথ ওনার পঁচিশ তম জন্মদিনটি উদযাপন উপলক্ষে এক অনন্যনজির গড়ল গোটা তিলথৈ এলাকা জোরে।জানাগেছে ওর পঁচিশতম জন্মদিনটি ছিলো বিগত ১৬ ই জানুয়ারি ২০২২ তারিখে।কিন্ত শুভ্রবাবু নির্ধারিত জন্মদিন টি উদযাপন উপলক্ষে বিগত ১৩ ই জানুয়ারি তিলথৈ রুপচরন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আবাসিক ছাএি নিবাসের পাঠরতা ছাএিদের নিয়ে উদযাপন করেন।রাজ্য শিক্ষা দপ্তরের নিতিনির্ধেশিখা অনুযায়ী এবার কার স্মান্মাষিক পরিক্ষাটি অনুষ্ঠিত হয় বাঙালীদের শ্রেষ্ঠ পার্বন পৌষ পার্বনের অন্তর্বর্তী সময়ে। তাই আবাসি ছাএিরা বিগত বৎসর গুলোর ন্যায় নিজ নিজ বাড়িঘরে যাওয়া সম্বভ হয়নি।এতে করে ছাএি নিবাসের প্রায় ৩১ জন ছাএি পৌষপার্ননের আনন্দ থেকে বন্চিত হয়ে পড়ে। এমতাবস্থায় বিষয়টি নজর কারে এলাকার উটতি বয়সের তারুন্য শিক্ষানুরাগী শুভ্রবিতান বাবুর। তিনি ওনার বন্ধুবান্ধবদের সাথে পরামর্শ করে উর পচিশতম জন্মদিনটি ছাএি নিবাসের ছাএিদের নিয়ে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। 

সেই মোতাবেক বিষয়টি স্হানীয় প্রধান, মেম্বার সগ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে পরামর্শ করে বিগত পৌষ সংক্রান্তি প্রাকলগ্নে বিদ্যালয় চত্বরেই সম্পন্ন করেন।এতে উপস্থিত ছিলেন তিলথৈ স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত দেবাশীষ দেব নাথ মহাশয়, পুর্ব তিলথৈ গ্রামের প্রধান শ্রীযুক্ত নৃপেন্দ্র চন্দ্র নাথ মহাশয়,সহকারি শিক্ষক শ্রীযুক্ত হিমাংশু দেব নাথ মহাশয়,বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত রনধীর দেব নাথ মহাশয়, শ্রীযুক্ত পরিতোষ দেব নাথ মহাশয় এবং শ্রীযুক্ত অজিত নাথ মহাশয় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্ধ।জন্ম দিন পালনকে কেন্দ্র করে ছাএি নিবাসের ছাএিদের কিছু শিক্ষা সামগ্রী তোলে দেওয়া হয়, পাশাপাশি তাদের প্রত্যেককে মিষ্টি মুখ করানো হয়।পরিশেষে পিঠে পুলির সম্ভারে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করা হয়।এই ধরনের ব্যাতিক্রমি জন্মদিন পালনের মধ্য দিয়ে তিলথৈ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্ধরা শুভ্রবিতান মহাশয়কে স্বাধুবাদ জানিয়েছেন।শুভ্রবিতানের এই ধরনের ব্যাতিক্রমি অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও বন্চিত ছাএিদের পৌষ পার্বনের স্বাদ পেতা সহায়তা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu