উন্নত সামাজিক চিন্তনে সন্তানের জন্মদিন পালন করলো সাংবাদিক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১১ জানুয়ারি

মঙ্গলবার
ধর্মনগর প্রতিনিধিঃ সংবাদকর্মীরা সাংবাদিকতার সাথে সাথে সামাজিক দায়বদ্ধকে  মাথায় রেখে সামাজিক কর্মসূচি করে থাকে । 

তারই একটি দৃষ্টান্ত নজরে এলো সোমবার। ধর্মনগরের বরিষ্ঠ সাংবাদিক পলাশ সেন তার একমাত্র পুত্র বিরাট সেনের জন্মদিনে ধর্মনগর প্রান্তিক বৃদ্ধাশ্রম এর বৃদ্ধা মায়েদের বৃদ্ধাশ্রম থেকে নিজের বাড়িতে এনে বৃদ্ধ মায়েদের সঙ্গে নিয়ে ছেলের জন্মদিনের কেক কাটলেন ।


সাথে সোমবার উনার পদ্মপুর স্থিত বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিলেন বৃদ্ধা মায়েরা। এখানেই শেষ নয় মধ্যাহ্নভোজ শেষে উপস্থিত বৃদ্ধা মায়েদের বস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট সাংবাদিক পলাশ সেন । তার উচ্চ মানসিকতাসম্পন্ন সামাজিক কর্মসূচি সমাজকে নতুন বার্তা দিল। 

প্রত্যেকেই যার যার মতো করে নিজের আত্মীয় পরিজন কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিন পালন করলেও উনার এই উদ্যোগ বুঝিয়ে দিল বৃদ্ধাশ্রমের বৃদ্ধার মায়েরাও আমাদেরই পরিবারের অংশ। সাংবাদিক পলাশ সেন এর এই উদ্যোগ প্রশংসার সাথে সাথে উনার ছেলে বিরাট সেনের উজ্জ্বল ভবিষ্যতের এবং সঠিক সংস্কারের পথে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu